পাকা ফলের সালাদ রেসিপি

3 14

এই রেসিপি নাম হইতো অনেক কাছে নতুন। পাকা ফল দিয়ে কিভাবে আবার সালাদ করা যায়। পাকা ফল দিয়ে অতি সহজে সালাদ করা যায়।

চলুন কিভাবে করতে হয় জেনে নিই:

উপকরণ :

  • কলা ৪ টি।

  • পাকা কামরাঙ্গা ১ টি।

  • পাকা পেয়ারা ২ টি।

  • সাদা গোলমরিচ গুড়া ১ চা চামচ।

  • লেবু ২ টি

  • চিনি ১ চা চামচ।

  • পাকা আমড়া ২ টি।

  • লবণ ১ চা চামচ।

তৈরি করার নিয়ম:

  • কলা ও পেয়ারা ছোট করে কেটে লেবুর রসের সাথে মিশান।

  • আমড়া ও কামরাঙ্গা কলার মতো ছোট করে কেটে নিন।

  • সব ফল গোলমরিচ চিনি লবণ একসাথে মিশিয়ে নিন।

  • পরিবেশন করার আগে ফ্রিজে রেখে দিয়ে এরপর পরিবেশন করতে পারবেন।

Sponsors of abanik111
empty
empty
empty

4
$ 0.00
Sponsors of abanik111
empty
empty
empty

Comments

Icant understand but it's look like yummy 😍

$ 0.00
3 years ago

Nice dish

$ 0.00
3 years ago

ওয়াও আমার অনেক মজা লাগে খেতে পাকা ফলের সালাদ। এটি অনেক পুষ্টিকর। আমি প্রায় সময় বাসায় বানিয়ে খায়।

$ 0.00
3 years ago