1
15
বানভাসি এই জগতে
ক্ষুধার জ্বালা সবার,
সকল প্রাণী রয়েছে ক্ষুধা
তার ও আছে অধিকার।
আমি ও মানুষ আমার আছে বোধ
আমি অন্যেয় কস্ট বুঝি ,
তাইতো আমি কষ্টের জ্বালা
সইতে নাহা পারি।
অবুঝ নিরীহ প্রাণীটি
বলতে পারেনা কিছুই,
দুর থেকে দেখে আমি
কিছু অন্ন দিলাম ছুঁই।
প্রাণী প্রাণ বাচানো
আরেক প্রাণীর কাজ,
যে যাই বলুক ভাই,
আমি করেছি সে কাজ।
পেটের ক্ষুধার জ্বালা সবার আছে। মানুষ হোক আর পশু হোক। খুব সুন্দর বিষয় নিয়ে আপনি কবিতা লিখেছেন। ধন্যবাদ এত সুন্দর পোষ্ট করার জন্য।