0
1
উপকরণ ::
1, পাউরুটি
2,চিনি
3,ডিম
4, তেল
প্রণালী :
পাউরুটিকে চিকন চিকন করে পিস পিস করে কেটে নিন,,, এর পর পাউরুটি গুলো কে ফ্যান এর নিচে 5মিনিট মতো রাখুন ,, একটি পাত্রে ডিম ভেঙে এর মধ্যে চিনি ভাল করে মিশিয়ে নিন যাতে চিনি একদম ডিমের সাথে গুলে যায়
রন্ধন প্রক্রিয়া:
প্রথমে একটি পাত্রে তেল গরম করতে দিন ,,,, আর পাউরুটির পিস গুলি ডিম এর মধ্যে চুবিয়ে তেলে ছেড়ে দিবেন ,,, একটা একটা করে সুন্দর করে ভেজে তুলুন
আর পরিবেশন করুন
টোস্ট পছন্দের একটি খাবার সবারই কম বেশি। অবসর সময়ে খেতে খুব মজা।