ফরাসী বিপ্লব

0 18
Avatar for Sifat1
Written by
4 years ago

1. ফরাসী বিপ্লবের সময় ফ্রান্সের সমাজ কটি ভাগে বিভক্ত ছিল? কী কী?

উঃ তিনটি শ্রেণিতে। যাজক, অভিজাত ও সাধারণ মানুষ।

2. কে বলেছেন ‘অহমিকাই ছিল বিপ্লবের মূল কারণ, স্বাধীনতা ছিল অজুহাত মাত্র’।

উঃ নেপোলিয়ান।

3. ফ্রান্সের শ্রমকরের নাম কী ছিল?

উঃ করভি।

4. ‘দি স্পিরিট অব লজ’ গ্রন্থের লেখক কে?

উঃ মন্তেষ্কু।

5. ‘দি পার্সিয়ান লেটার্স’ গ্রন্থের লেখক কে?

উঃ মন্তেষ্কু।

6. ভলতেয়ারের লেখা গ্রন্থগুলির নাম কী?

উঃ কাঁদিদ এবং লেতর ফিলজফিক।

7. কাকে ফরাসী বিপ্লবের জনক বলা হয়?

উঃ রুশোকে।

8. ‘অসাম্যের সূত্রপাত’ গ্রন্থটির লেখক কে?

উঃ রুশো।

9. ‘সামাজিক চুক্তি’ গ্রন্থটির রচয়িতা কে?

উঃ রুশো।

10. বিশ্বকোষের রচয়িতা কে?

উঃ দিদেরো।

11. কবে বাস্তিল দূর্গের পতন ঘটে?

উঃ ১৭৮৯ খ্রীষ্টাব্দের ১৪ ই জুলাই।

12. ‘টেনিস কোর্টের শপথ’ কবে গৃহীত হয়?

উঃ ১৭৮৯ খ্রীষ্টাব্দের ২০ শে জুন।

13. ‘জাতীয় মহাসভা’ বা ‘ন্যাশানাল কনভেনশন’ গঠিত হয়?

উঃ ১৭৯২ খ্রীষ্টাব্দের ২১ শে সেপ্টেম্বর।

14. রাজা ষোড়শ লুইকে কবে হত্যা করা হয়?

উঃ ১৭৯৩ খ্রীষ্টাব্দে ২১ শে জানুয়ারি।

15. ‘রাষ্ট্রকে বাঁচতে হলে রাজাকে মরতে হবে’ উক্তিটি কার?

উঃ রোবস্‌পিয়ারের।

16. কবে নেপোলিয়ানের জন্ম হয়?

উঃ ১৭৬৯ খ্রীষ্টাব্দের ১৫ ই আগস্ট।

17. নেপলিয়ানের মা ও বাবার নাম কী?

উঃ মায়ের নাম লেটিজিয়া এবং পিতার নাম চালর্স বোনাপার্ট।

18. ‘ক্যাম্পো-ফর্মিওর’ সন্ধি কবে সাক্ষরিত হয়?

উঃ ১৭৯৭ খ্রীষ্টাব্দের ১৭ই অক্টোবর।

19. কে কবে ‘ব্যাঙ্ক অব ফ্রান্স’ প্রতিষ্ঠা করেন?

উঃ ১৮০০ খ্রীষ্টাব্দে নেপোলিয়ান।

20. ‘ইউনিভার্সিটি অব ফান্স’ কবে প্রতিষ্ঠিত হয়?

উঃ ১৮০৮ খ্রীষ্টাব্দে নেপোলিয়ান।

21. ‘ধর্ম-মীমাংসা চুক্তি’ কবে কার মধ্যে সাক্ষরিত হয়?

উঃ.১৮০১ খ্রীষ্টাব্দে পোপ নবম পায়াসের সঙ্গে নেপোলিয়ানের।

22. ‘লুনভিলেন সন্ধি’ কবে সাক্ষরিত হয়?

উঃ ১৮০১ খ্রীষ্টাব্দে।

23. ‘অ্যামিয়েন্সের সন্ধি’ কবে সাক্ষরিত হয়?

উঃ ১৮০২ খ্রীষ্টাব্দে।

24. ‘প্রেসবার্গের সন্ধি’ কবে সাক্ষরিত হয়?

উঃ ১৮০৫ খ্রীষ্টাব্দের ২৬ শে ডিসেম্বর।

25. কোন যুদ্ধে নেপোলিয়ানের পতন হয়?

উঃ ওয়াটারলুর যুদ্ধে।

26. ওয়াটারলুর যুদ্ধ কবে হয়?

উঃ ১৮১৫ খ্রীষ্টাব্দের ১৮ই জুন।

27. রুশো কে ছিলেন?

উঃ দার্শনিক ও ফরাসী বিপ্লবের নেতা।

28. ভলতেয়ার কে ছিলেন?

উঃ দার্শনিক ও ফরাসী বিপ্লবের নেতা।

29. ফরাসী বিপ্লবকে প্রভাবিত করেছিল এমন দুজন দার্শনিকের নাম লেখ।

উঃ রুশো, মন্তেষ্কু, ভলতেয়ার।

30. ১৭৮৯ সালের ফরাসী বিপ্লবের সময় কোন রাজবংশের কোন রাজা ফ্রান্সে রাজত্ব করছিলেন?

উঃ বুরবোঁ রাজবংশের ষোড়শ লুই।

31. কোন রাজার রাজত্বকালে ফরাসী বিপ্লব ঘটেছিল? সেই রাজার রাজবংশের নাম কী?

উঃ ষোড়শ লুইয়ের রাজত্বকালে। রাজবংশের নাম বুরবোঁ।

32. স্টেটস জেনারেল সভা কবে আহূত হয়?

উঃ ১৭৮৯ খ্রীষ্টাব্দের জানুয়ারি মাসে।

33. কয়টি শ্রেণি নিয়ে এস্টেট জেনারেল গঠিত ছিল? এরা কিভাবে ভোট দিত?

উঃ তিনটি শ্রেনি নিয়ে। যাজকদের প্রতিনিধি ছিল ৩০৮ জন, অভিজাতদের ২৮৫ জন এবং সাধারণ মানুষদের সদস্য ছিল ৬২১ জন, মোট ১২১৪ জন। ভোট হত সম্প্রদায় পিছু।

34. কারা কবে ‘টেনিস কোর্টে শপথ’ গ্রহণ করে?

উঃ ১৭৮৯ খ্রীষ্টাব্দের ২০ শে জুন।

35. ব্যক্তি ও নাগরিক অধিকার ঘোষণায় কী বলা হয়েছিল?

উঃ ১। স্বাধীনতা মানুষের জন্মগত অধিকার।

২। আইনের চোখে সবাই সমান।

৩। বাক্‌-স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা, ধর্মবিশ্বাসের স্বাধীনতা, সম্পত্তি ক্রয়-বিক্রয় ও ভোগের অধিকার প্রভৃতি হল মানুষের সার্বজনীন অধিকার।

৪। জনগণই হল রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতার অধিকারী।

36. অ্যাসাইনেট কী?

উঃ ফরাসী বিপ্লবের প্রচলিত একধরণের কাগজের নোট।

37. সন্ত্রাসের রাজত্বকালে দুজন নেতার নাম লেখ।

উঃ রোবস্পিয়ার, হির্বাট, ডান্টন প্রভৃতি।

38. গিলোটিন যন্ত্রের আবিষ্কারক কে?

উঃ ডঃ গিলোটিন নামক ব্যাক্তি।

39. ফ্রান্সের সন্ত্রাসের রাজত্বের সঙ্গে কোন বিশেষ নেতা জড়িত ছিলেন? তাঁর শেষ পরিণতি কি হয়?

উঃ রোবসপিয়ার। শেষে গিলোটিনে তার মৃত্যু হয়।

40. কে কাকে ‘ট্রাফালগারের যুদ্ধে’ পরাজিত করেন?

উঃ ইংরেজ সেনাপতি নেলসন নেপোলিয়ানকে পরাজিত করেন।

41. ‘ট্রাফালগারের যুদ্ধ’ কবে কাদের মধ্যে হয়?

উঃ ১৮০৫ খ্রীষ্টাব্দে নেপোলিয়ান ও ইংল্যাণ্ডের মধ্যে।

42. ‘টিলসিটের সন্ধি’ কবে কাদের মধ্যে সাক্ষরিত হয়?

উঃ ১৮০৭ খ্রীষ্টাব্দে নেপোলিয়ান ও রাশিয়ার জার প্রথম আলেকজাণ্ডারের মধ্যে।

43. উপদ্বীপের যুদ্ধ বলতে কী বোঝায়?

উঃ খ্রিস্টান জগতের ধর্মগুরু রোমের পোপ নেপলিয়ানের মহাদেশীয় ব্যবস্থা মানতে অস্বীকৃত হলে নেপোলিয়ান তাঁকে বন্দী করেন। পোপের প্রতি এই আচরণে সমগ্র ক্যাথলিক সম্প্রদায়ের মনে তীব্র ক্ষোভের সঙচার হয়। ইংল্যাণ্ডের মিত্রদেশ পর্তুগাল এই ব্যাবস্থা মানতে অস্বীকার করলে নেপ্লিয়ান স্পেনের বিনা অনুমতিতে স্পেনের ভিতর দিয়ে সেনাবাহিনী নিয়ে যান এবং পর্তুগাল জয় করেন। পর্তুগাল থেকে ফেরার পথে স্পেনের রাজপরিবারের গৃহবিবাদের সুযগে নেপোলিয়ায়ন স্পেনের বুরবোঁ বংশীয় রাজা চতুর্থ চালর্স-কে অপসারিত করে নিজ ভ্রাতা যোসেফ-কে স্পেনের সিংহাসনে অধিষ্ঠিত করেন। জাতীয়তাবাদে উদ্বুদ্ধ স্পেনবাসীর পক্ষে এই অপমান সহ্য করা সম্ভব ছিল না। সবরকম বিবাদ-বিসম্বাদ ভুলে ঐক্যবদ্ধভাবে তারা নেপোলিয়ানের বিরুদ্ধে মরণ-পণ সংগ্রামে অবতীর্ণ হয়। স্পেনবাসীর আবেদনক্রমে ইংরেজ সেনাপতি আর্থার ওয়েলেসলির নেতৃত্বে এক বিশাল সেনাবাহিনী স্পেনে উপস্থিত হয়। পর্তুগালও স্পেনের সাহায্যে অগ্রসর হয়। ফ্রান্সের বিরুদ্ধে স্পেন ও পর্তুগালের এই মিলিত যুদ্ধ উপদ্বীপের যুদ্ধ বা পেনিনসুলার যুদ্ধ নামে খ্যাত।

44. জাতিসমূহের যুদ্ধ কোথায় এবং কার বিরুদ্ধে হয়?

উঃ ১৮১৩ খ্রীষ্টাব্দে রাশিয়া, প্রাশিয়া, ইংল্যাণ্ড সুইডেন,অস্ট্রিয়ার সঙ্গে নেপোলিয়ানের।

45. ‘ওয়াটারলুর যুদ্ধ’ কবে কাদের মধ্যে হয়?

উঃ ১৮১৫ খ্রীষ্টাব্দের ১৮ ই জুন নেপোলিয়ান ও ইংরেজদের মধ্যে। ব্রিটিশ সেনাপতি ছিলেন ডিউক অব ওয়েলিংটন।

46. ‘ওয়াটারলুর যুদ্ধ’ কোন সালে হয়? ইংরেজ সেনাপতি কে ছিলেন?

উঃ ১৮১৫ খ্রীষ্টাব্দের ১৮ই জুন। ব্রিটিশ সেনাপতি ছিলেন ডিউক অব ওয়েলিংটন।

47. ‘ওয়াটারলুর যুদ্ধ’ কবে ঘটেছিল? এই যুদ্ধের বিজয়ীপক্ষের সেনানায়ক কে ছিলেন?

উঃ ১৮১৫ খ্রীষ্টাব্দের ১৮ই জুন। ব্রিটিশ সেনাপতি ছিলেন ডিউক অব ওয়েলিংটন।

48. ‘লিপজিগের যুদ্ধ’ কবে কাদের মধ্যে হয়?

উঃ ১৮১৩ খ্রীষ্টাব্দের ১৯ শে অক্টোবর।

49. কবে নেপোলিয়ানের মৃত্যু হয়?

উঃ ১৮২১ খ্রীষ্টাব্দের ৫ই মে।

1
$ 0.00
Avatar for Sifat1
Written by
4 years ago

Comments