চলুন সবাই প্রস্তুতি নিই বাংলাদেশ ব্যাংক এডি এর জন্য
বাংলাদেশ ব্যাংক পদঃ সহকারী পরিচালক (এডি) (সাধারণ) পদ সংখ্যাঃ ১৮৮ টি সম্ভাব্য পরীক্ষা তারিখঃ নভেম্বর / ডিসেম্বর
বাংলাদেশ ব্যাংকের এডি প্রস্তুতি:
এডি(জেনারেল)পরীক্ষাটি মূলত তিনটি ধাপে অনুষ্ঠিত হয়-
►প্রথমে ১০০ নম্বরের এমসিকিউ ► পরে ২০০ নম্বরের লিখিত পরীক্ষা এবং ► ২৫ নম্বরের ভাইভা প্রথমেই এমসিকিউ অংশে আসি-বাংলা, ইংরেজী, গণিত, সাধারণ জ্ঞান ও কম্পিউটার ও প্রযুক্তির উপর ১০০ নম্বর বরাদ্দ থাকে। তাহলে পাশ করতে কত লাগে? উত্তর পাশ মার্ক এক এক বছর এক এক রকম হয় এটা প্রশ্নে ধরণ, মোট শিক্ষার্থীদের অংশগ্রহণ, মোট আসন প্রভৃতির উপর নির্ভর করে। তবে নেগেটিভ মার্কস বাদ দিয়ে ৫০ এর কাছাকাছি থাকলে আপনি মোটামুটি নিশ্চিত থাকতে পারবেন। যেহেতু প্রিলির মার্কস মূল মার্কস এর সাথে যোগ হয়না তাই বেশি সেংখ্যক প্রশ্নের উত্তর করতে গিয়ে অযথা রিস্ক নিবেন না। মোটামুটি ৭০-৭৫ টি প্রশ্নের উত্তর করাই সমীচীন মনে হয় আমার কাছে।
আপনার কাজ :
১. হাতে কমপক্ষে ২.৫ থেকে ৩.৫ মাস সময় নিন। ২. প্রতিদিন কমপক্ষে ৪-৫ ঘন্টা পড়ার একটা রুটিন তৈরী করুন। ৩. ব্যাংকের বিগত বছরের প্রশ্নগুলো শেষ করুন-প্রথমেই বাংলাদেশ ব্যাংক ও অন্যান্য সরকারী ব্যাংকের(কমপক্ষে ৮-১০ বছরের) প্রশ্ন আগে শেষ করুন। ৪. গুরুত্বপূর্ণ ও কনফিউজিং জিনিসগুলো নোট রাখুন যাতে আবার সারা বই না খুঁজতে হয়। যেটা আমি করেছিলাম। কেবল সিনিয়র অফিসার এর প্রশ্নই নয়; অফিসার-অফিসার(ক্যাশ)এর প্রশ্নগুলোও এডির পরীক্ষায় হুবহু তুলে দেয়া হয়। এ প্রশ্নগুলো কভার করতে গিয়ে আপনার স্ট্রেন্থ ও উয়িকনেকস বের হয়ে আসবে।
এবার আসুন বইয়ের তালিকায়-আমি জানি প্রায় সবার কাছেই প্রস্তুতির জন্য কমপক্ষে ৫-৬ টি করে বই আছে, অধিক সন্ন্যাসীতে যাতে গাজন নষ্ট না হয় তাই কয়েকটি বইয়ের কথা তুলে ধরা হল-
►ম্যাথ: (১২-থেকে ১৪ টি টপিক ভালভাবে কভার করলেই হবে)
১.বিগত বছরের ম্যাথের জন্য বাজারের প্রফেসর সিরিজের কে টু ব্যাংক জব বইটা ভাল (ভুল কম) ২. সাইফুর’স ম্যাথ বইটাও ভাল। ৩. ৭ম, ৮ম ও ৯ম শ্রেণির পাঠ্য বই হাতের কাছে রাখতে পারেন।
►বাংলা:
১. ব্যকরণের জন্য বাংলাভাষার ব্যাকরণ-মুনীর চৈৗধুরী(৯ম-১০ম শ্রেণীর বোর্ড বই) ২. বাংলার সাহিত্যকর্ম-ভাষার বিভিন্ন যুগ, চর্যাপদ, আদি, মধ্যযুগরে সাহিত্যকর্ম ইত্যাদি পড়ার জন্য বিসিএস এর বাংলা প্রথম পত্রের বই যেমন-প্রফেসর সিরিজের বই/সৌমিত্র শেখর স্যারের বইগুলোও বেশ ভাল। ৩. বিগত বছরের প্রশ্ন।
►ইংরেজী :
১.ইংরেজী-synonym/antonym/Analogy/one word substitution-এর জন্য-সাইফুর’স এর বই খারাপ না ২. কয়েকটি ওয়েবসাইট (ইন্ডিয়া বিক্স, সাওয়াল ডট কম প্রভৃতি) ৩. গ্রামারের জন্য Cliff’s এর TOEFL, Wrein & martin er grammar বই দুটো বেশ ভাল। ৪. বিগত বছরের প্রশ্নসমূহ।
►সাধারণ জ্ঞান:
১.সাধারণ জ্ঞানের জন্য কারেন্ট ওয়াল্ড/ এ্যাফেয়ার্স প্রভৃতি পড়তে পারেন।
কালেক্টেড ইনফরমেশন।
পাশেই থাকুন
লাইক
কমেন্ট আর
সাবস্ক্রাইব এর মাধ্যমে
please subscribe me I am Subscribe you...