✔Zlatan ফুটবল খেলেন না, বরং ফুটবলাররা Zlatan খেলে।

2 11
Avatar for SazzadHossain
3 years ago

✔Zlatan ফুটবল খেলেন না, বরং ফুটবলাররা Zlatan খেলে।

✔একবার Zlatan কে ফাউল করা হলো। Zlatan রেফারিকে লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দিয়েছিলেন।

✔নীল আর্মস্ট্রং যখন প্রথম চাঁদে পা রাখেন, Zlatan তখন আর্মস্ট্রংকে চাঁদ থেকে তাড়িয়ে দিয়েছিলেন। তারপর থেকে আর কেউ চাঁদে যাবার সাহস করেনি।

✔Zlatan একবার হাঁচি দিয়েছিলেন। পরবর্তীতে বিগ ব্যাং ঘটেছিল।

✔Zlatan যেদিন জন্মগ্রহণ করেন সেদিন থেকে ইংরেজি ক্যালেন্ডারের সূচনা হয়।
✔ Zlatan জন্মের পর তার বাবা মায়ের নাম রেখেছিলেন।

✔Zlatan এর বাবার নাম Zlatan জুনিয়র।

✔ছোটবেলায় Zlatan এর মা বাবা ভয় পেলে তারা Zlatan এর পাশে গিয়ে ঘুমাতো।

✔Zlatan প্রতিদিন তার এলার্ম ঘড়িকে ঘুম থেকে জাগায়।

✔Zlatan কখনোই লেট করেন না বরং ঘড়ির কাটাই মাঝে মাঝে জোড়ে চলে।

✔একদিন Zlatan ট্রেনিংয়ে লেট করে এসেছিলেন। কোচ বাকি প্লেয়ারদের তাড়াতাড়ি আসার কারণে শাস্তি দেন।

✔Zlatan কে একবার এক পুলিশ ধরেছিলো। Zlatan ঐ পুলিশকে কে একটা ওয়ার্ণিং দিয়ে ছেড়ে দেন।

✔Zlatan এর ইমেইল আইডি gmail@zalatan.com . দুঃখিত, আসলে এটা Gmail এর Zlatan আইডি ।

✔Zlatan যখন স্কুলে যেতো শিক্ষকেরা স্কুল ফাকি দিতো।

✔স্কুলে শিক্ষকরা Zlatan এর সাথে কথা বলতে চাইলে হাত তুলে অনুমতি নিতো।

✔ছোটবেলা Zlatan এর একটি ডায়েরি ছিলো যাকে বর্তমানে আমরা গিনেস বুক নামে চিনি।

✔Zlatan এর জন্মের আগে ইংরেজি শেষ অক্ষর ছিলো Y তার জন্মের পর নতুন করে Z যুক্ত করা হয়।

✔আদিম যুগে এক ব্যক্তি সর্বপ্রথম আগুন অবিষ্কার করেন। তিনি খুশিতে এই সংবাদটি সবাইকে দিতে গিয়ে দেখেন Zlatan লোকজন নিয়ে বারবিকিউ খাচ্ছেন।

✔আলেকজান্ডার গ্রাহাম বেল টেলিফোন আবিষ্কারের পর দেখেন তিনি ইতোমধ্যে Zlatan এর ৩ টা মিসকল পেয়েছেন।

✔মার্ক জুকারবার্গ ফেসবুক তৈরীর পর দেখেন যে Zlatan তার ফ্রেন্ড রিকুয়েস্ট একসেপ্ট করেছেন।

✔Zlatan একবার ফেসবুকের পাসওয়ার্ড ভুলে গিয়েছিলো, এরপর জুকার্বাগ নিজে এসে সরি বলে গিয়েছিলো।

✔Zlatan ফিজিক্সের রুলস মানেন না বরং ফিজিক্সের রুলসগুলোই Zlatan কে মেনে চলে।

✔Zlatan একবার একজনকে অঙ্ক করা শিখিয়েছিলেন। ওই লোকটির নাম ছিল আলবার্ট আইনস্টাইন।

✔Zlatan একবার এক লোকের কাছ থেকে বাদাম কিনেছিলেন। লোকটি পরে আমেরিকার প্রেসিডেন্ট হন। লোকটির নাম ছিল আব্রাহাম লিংকন।

✔একবার আপেল খাওয়ার সময় Zlatan এর হাত থেকে আপেলটি পড়ে যায়। তা দেখে নিউটন নামের এক ব্যক্তি মধ্যাকর্ষণ শক্তির অস্থিত্ব অবিষ্কার করেন।

✔Zlatan হোটেলে গেলে হোটেল কর্তৃপক্ষ তাকে পে করে।

✔Zlatan কারো বাড়িতে গেলে Zlatan নয় বরং বাড়ির মালিকই গেস্ট হয়ে যায়।

✔Zlatan যখন বিদেশ যান তখন ইমিগ্রেশনের লোকরা Zlatan কে তাদের ভিসা দেখায়।

✔Zlatan কখনো স্মোক করেন না! কারন এটা সিগারেটের জন্য ক্ষতিকর!

✔Zlatan একবার ধূমপান করেছিলেন যার ফলে গ্লোবাল ওয়ার্মিং প্রবলেম দেখা দেয়।

✔ Zlatan নাইকিকে স্পন্সর করেন।

✔Zlatan গোল মিস করেন না বরং গোলেরই দুর্ভাগ্য যে সে মিস হয়।

✔ বাংলা কি বোর্ডে "Zlatan" লিখা যায় না।

✔একবার Zlatan কে লাই ডিটেকটর মেশিনে টেস্ট করানো হয়েছিল। এতে মেশিন সব কিছু কনফেস করে।

✔Zlatan ফুটবলের সবচেয়ে লাকি প্লেয়ার কারণ তিনিই Zlatan এর সাথে সারাজীবন থেকেছেন।

✔ Zlatan ও সুপারম্যান একবার পান্জা লড়েছিলো । শর্ত ছিলো পরাজিত ব্যাক্তিকে প্যান্টের উপরে আন্ডারওয়্যার পরতে হবে।

✔Zlatan একবার একটি পাখি দিয়ে ২ টি পাথর শিকার করেছিলো।

✔Zlatan একবার এক কিকে হ্যাটট্রিক করেছিলো।

✔Zlatan ক্লাবের প্রতি ডিসলয়্যাল নয় বরং ক্লাবগুলোই তার প্রতি ডিসলয়্যাল।

✔Zlatan এর কোনো লেফট হ্যান্ড নেই কারণ তার সব ই রাইট।

✔Zlatan এর ভালোবাসার দরকার নেই বরং ভালোবাসারই Zlatan কে দরকার।

✔Zlatan পুশ আপ দেয়ার সময় ভয়াবহ এক দুর্ঘটনা ঘটেছিল। পরে ঐ দুর্ঘটনাকে সুনামি নাম দেয়া হয়। তারপর থেকে তিনি আর পুশ আপ দেন না।

✔Zlatan এর রেঞ্জে কোনো ওয়াইফাই থাকলে সেটির রাউটার ই Zlatan এর কাছে পাসওয়ার্ড সেট করে দিতে বলে।

✔ Zlatan ফ্যাক্ট পড়ে না বরং ফ্যাক্টই Zlatan কে পড়ে।

✔Zlatan একবার ছোটবেলা লেগো নিয়ে খেলছিলো। এ থেকেই বুর্জ খলিফার উৎপত্তি।

✔ফিফার ডিফিকাল্টি লেভেলঃ
Zlatan
লিজেন্ডারি
ওয়ার্ল্ড ক্লাস
প্রোফেশনাল
সেমি প্রো
অ্যামেচার
বিগিনার

✔Zlatan এর অক্সিজেনের প্রয়োজন নেই বরং অক্সিজেনেরই Zlatan কে প্রয়োজন ।

✔Zlatan আয়নায় তাকালে এর কোনো প্রতিবিম্ব দেখা যায় না। কারণ দুনিয়াতে Zlatan এক পিস।

✔জন সিনা Zlatan কে বলেছিলো you can't see me.
উত্তরে Zlatan বলেছিলো I can.

✔Zlatan এর রুমে একটি ভালুকের চামড়ার কার্পেট আছে। ভালুকটি জীবিত কিন্তু এটি Zlatan এর ভয়ে নড়ে না।

✔Zlatan রাস্তায় হাঁটার সময় গাড়িগুলো সব বামে ডানে তাকিয়ে সাবধানে চলে।

✔Zlatan মাউস স্ক্রল করে না সে সিংহ স্ক্রল করে ।

✔Zlatan দুটো বাচ্চাকে খেলা শিখিয়েছিলেন তাদের নাম এখন মেসি আর রোনালদো ।

✔Zlatan একবার সিনেমা দেখতে গিয়েছিলো, সিনেমার মাঝপথে তার সেলফোন বেজে উঠে। ফলশ্রুতিতে কতৃপক্ষ কিছুক্ষণের জন্য সিনেমা পজ করে দেয়। এবং এ থেকেই সিনেমার মাঝে ইন্টারভালের সুচনা।

✔ Zlatan একবার কাজের মেয়ের খোজে পত্রিকায় একটা বিজ্ঞাপন দিয়েছিলো, তখন থেকেই "মিস ওয়ার্ল্ড" প্রোগ্রামটা শুরু !! (এখনো পার্ফেক্ট কাউকে খুজে পাওয়া যায়নি বলে প্রতিবছরই চলছে)

✔Zlatan একবার রেস্টুরেন্ট এ গিয়ে ওয়েটারকে টিপস দেয়, অত:পর ওয়েটারটি সুইস ব্যাংকের প্রতিষ্ঠা করে।

✔ Zlatan স্কুলে থাকতে শিক্ষকদের বাড়ির কাজ দিয়ে দিতো।

✔Zlatan অনুশীলনের সময় ফুটবলকে এতো জোড়ে লাথি মেরেছিলো যে পরে সেটাকে গ্যালাক্সিতে পাওয়া গেলে " প্লুটো " হিসেবে নামকরন করা হয়।

✔ Zlatan কখনো সময় দেখেন না, কারন সময় তাকে মেনে চলে।

✔Zlatan এর চোখের অতি গোলাপী রশ্মি থেকে বাচতে সূর্য Zlatan-গ্লাস ব্যবহার করে।

✔Zlatan একবার মিল্কিওয়ের এক গ্রহে এলিয়েন দের সাথে ফুটবল খেলছিলো। হঠাত সে এতো জোড়ে শট নিলো, যে বলটা পৃথিবীতে এসে পড়াতে ডাইনোসর বিলুপ্ত হয়ে গেলো।

✔Zlatan কখনো চুল কাটে না, কারন চুলের ক্ষমতা নেই Zlatan এর দরকারের চেয়ে বেশী বড়
হওয়ার।

✔ Zlatan একবার পিসার মন্দিরে হাত রেখে ছবি তুলতে গিয়েছিলো, ছবি তোলার সময় মন্দিরটি বেকে যায়, তারপর থেকে সবাই সেটাকে " পিসার হেলানো মন্দির " বলে।

✔Zlatan খবর দেখেননা, খবর পরেন না বরং তিনি ফু দিলে আর খবর তৈরি হয়ে যায়।

✔Zlatan কে একবার কিং কোবরা কামড়েছিলো। এর ৫ সেকেন্ড পর প্রচণ্ড ব্যাথায় সাপটি মারা যায়।

✔ ছোটবেলায় দুইটা ছেলে Zlatan কে ঢিল মেরে ছিল!! রেগে গিয়ে Zlatan তাদেরকে ২ সেকেন্ড ধাওয়া করেছিল। একটি ছেলে ভয়ে সারাদিন দৌড়েছিল। তার নাম উসাইন বোল্ট। আরেকটা ছেলে পানিতে পড়ছিল। তার নাম মাইকেল ফেল্পস!

✔Zlatan কখনো হার্ট এটাকে মারা যাবে না। কারণ তাকে কোন কিছুই আক্রমণ করে না । ওর হার্টই বরং Zlatan attack এ মারা যেতে পারে!

✔Zlatan এর নোট ৭ পছন্দ হয়নি। বাকিটা ইতিহাস...

✔Zlatan is not for records, rather records are for Zlatan...

#শুভ_জন্মদিন #Zlatan_Ibrahimovic ❤❤❤

4
$ 0.00
Avatar for SazzadHossain
3 years ago

Comments

amio apnar sathe ekmot

$ 0.00
3 years ago

Excellent article about football

$ 0.00
3 years ago