Joke

4 5

বর্তমানে আমরা যে জীবন যাপন করছি, ভবিষ্যত প্রজন্মের কাছে এগুলোই হবে ইতিহাস। এমপি থ্রি, এমপি ফোর বই ঘেঁটে তারা এইসব মুখস্থ করবে। ভবিষ্যত প্রজন্মের যারা বিসিএস দেবে, তাদের কথা ভেবে ২০২০ সালের উপর সম্ভাব্য কিছু প্রশ্ন দেয়া হলো-

১. নিচের কোনটি ভাইরাস?

ক) মঈনুল আহসান নোবেল

খ) নোবেল করোনা

গ) সোলায়মান সুখন

ঘ) উপরের সবগুলো

২. 'আমরা করোনার চেয়েও শক্তিশালী'- কার উক্তি?

ক) আন্ডারটেকার

খ) ওবায়দুল কাদের

গ) থানোস

ঘ) সুপারম্যান

৩. করোনার ডেইলি প্রেস ব্রিফিং কে করতেন?

ক) মীরজাদি ফ্লোরা

খ) মেহজাবিন

গ) রাবা খান

ঘ) তাসনুভা তিশা

৪. জামা কাপড় রোদে দিয়ে ভাইরাল হয়েছেন কে?

ক) কারিনা

খ) পরীমনি

গ) তাহনা

ঘ) উপরের কোনটিই নয়

৫. বিক্ষোভকারীদের ভয়ে ডোনাল্ড ট্রাম্প কোথায় লুকিয়েছিলেন?

ক) থানায়

খ) পাহাড়ে

গ) বাংকারে

ঘ) মেলানিয়ার আঁচলের তলায়

৬.বন্ধু তুমি একা হলে আমায় দিও ডাক/ তোমার সাথে গল্প করবো আমি সারা রাত - কার কবিতা?

ক) রবীন্দ্রনাথ ঠাকুর

খ) অ্যালেন গিন্সবার্গ

গ) কীটস

ঘ) রিপন ভিডিও

৭.তামিম এবং তাসকিন কিসের জন্য বিখ্যাত ছিলেন?

ক) হকি

খ) গায়ক

গ) লুডু

ঘ) ফুটবল গবেষণা

৮.২০০৭ থেকে ২০২০ সালের দিকে ব্রাজিলিয়ান সমর্থকরা কোন প্লেয়ারকে নিজেদের দাবি করতো?

ক) মেসি

খ) সালাহ

গ) ক্রিস্টিয়ানো রোনালদো

ঘ) রুনি

৯. মিথিলাকে না পেয়ে সবচেয়ে বেশি কষ্ট পেয়েছিল কোন প্রাণী?

ক) জন

খ) ফাহমি

গ) কান হেলাল

ঘ) কেউ কষ্ট পায় নাই

১০. ঘুমাতে পারি না সারা রাত ধরে/ বুকের ভেতর হাহাকার করে- কার বিখ্যাত গান?

ক) মিয়া তানসেন

খ) এস ডি বর্মণ

গ) মাইকেল জ্যাকসন

ঘ) স্যার মাহফুজ

১১. সালাম, আদাব, নমস্কার- বাক্যটির জনক কে?

ক) ব্যারিস্টার সুমন

খ) কবীর সুমন

গ) সুমন পাটোয়ারি

ঘ) শামস সুমন

১২. হিরো আলম ও জায়েদ খানের মধ্যে কী সম্পর্ক ছিল?

ক) ভাই ভাই

খ) ভায়রা ভাই

গ) প্রতিদ্বন্দ্বী নায়ক

ঘ) ক্লোজ ফ্রেন্ড

১৩. রায়হান ভাই কে ছিলেন?

ক) ক্রিকেটার

খ) ডাক্তার

গ) গরীবের বন্ধু

ঘ) তরুণীদের ক্রাশ

যারা ৯০% সঠিক উত্তর পারবেন, আপনাদের প্রিলি কনফার্ম। এখন রিটেনের প্রিপারেশন নিতে পারেন।

3
$ 0.00

Comments

ভাই অস্থির মজা পেলাম আপনার পোস্ট পড়ে। সামনে যদি বিসিএস দিতে পারি তাহলে আশা করি আপনার প্রশ্ন আসবে।

$ 0.00
3 years ago

অসাধারণ! খুবই মজার মজার প্রশ্ন এবং উত্তর ৷ পরবর্তীতে এরকম আরো মজার মজার পোস্ট করে যাবেন ৷

$ 0.00
3 years ago

প্রশ্নগুলো পড়ে খুবই ভালো লাগলো। এগুলোর মাধ্যমে আমাদের জ্ঞান বৃদ্ধি পাবে। এই পোস্টটা করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি এরকম আরো অনেক পোস্ট করবেন।

$ 0.00
3 years ago

হ্যাঁ ঠিকই বলেছেন আমাদের অনেক জ্ঞান বৃদ্ধি পাবে। আপনার কমেন্ট পড়ে খুব ভালো লাগলো তাই কমেন্ট করলাম।

$ 0.00
3 years ago