"দূর্বলদের কথা স্মরণ রাখা"

0 6

🕌 "দূর্বলদের কথা স্মরণ রাখা" 🕌

"""""""""""""""""""""""""""'""""""'""""""""'"""""""

💢বিসমিল্লাহির রহমানির রহিম, 💢

-----------------------------------------

আবু হুরাইরা (রাঃ) হইতে বর্ণিত-

রাসুলুল্লাহ সাল্লালাহু আলাইহি ওয়াসাল্লাম

বলেছেন :

"তোমাদের কেউ নামাজে ইমামতি করলে, সে যেন নামাজ সংক্ষেপ করে।

কেননা, তাদের মধ্যে দূর্বল, রোগী, বৃদ্ধ ও কর্মব্যস্ত লোক থাকে।

অবশ্য যখন তোমাদের কেউ একাকী নামাজ পড়বে, তখন

সে ইচ্ছামত তা দীর্ঘ করতে পারে।"

[বুখারী, মুসলিম, তিরমিযী থেকে মিশকাত]

~~~

ব্যাখ্যা : নামাজ সংক্ষেপ করার অর্থ (জামাতে) সুন্নত তরীকা অনুযায়ী

নামাজ পড়াবেন এবং

কিরাআত ও রুকু সিজদা অধিক দীর্ঘ

করবে না।

অবশ্য সংক্ষেপ করার উদ্দেশ্য এ নয় যে, নামাজের রুকনসমূহ

তাড়াহুড়ো করে আদায় করবে, যার ফলে নামাজের গাম্ভীর্য ও শান্ত পরিবেশ

(মূল উদ্দেশ্যই) নষ্ট হয়ে যায়।

[অনুবাদক]

1
$ 0.00

Comments

ভালো লাগার মতোন একটি পোস্ট। কথাগুলো সত্যি। আর এখন ২-১ টা হাদিস সম্পর্কে জানতে পারলাম। ধন্যবাদ

$ 0.00
3 years ago

ইসলামিক সবধরনের পোস্টই আমি অনেক ভালোবাসি কারণ সেখান থেকে কিছু না কিছু শেখা যায়। ধন্যবাদ লেখককে।

$ 0.00
3 years ago

লেখাটি পড়ে অনেক ভালো লাগলো। আমাদের মাঝে এমন অনেক মানুষ আছে যারা অনেক দুর্বল প্রকৃতির। কিন্তু কাউকে দুর্বল মনে করা উচিত নয়। লেখাটা পড়ে আশা করি সবার ভালো লাগবে।।

$ 0.00
3 years ago

Thanks for sharing this information. Your article is very nice. Keeping your writing style.

$ 0.00
3 years ago