মা

0 9
Avatar for Sadiasapa
4 years ago

কবিতা-

মা ও মা, তুমি আমার এই মা ..!!!


মা সংখ্যা

শর্মী

comment১৭ favorite০import_contacts১৫০৯৩

মা! এই একটি মাত্র অক্ষরের বিশালতা এবং গভীরতা এত বেশি যে, পৃথিবীর শত শত শব্দ একত্রিত করেও এর বিশালতার ধারে কাছে আনা যাবে না । তাই 'মা' শুধু একটি অক্ষরই নয়, 'মা' মানে অনেক অনেক অ-নেক কিছু । যা বলে শেষ করা যায় না..

আজ বিশ্ব ‘’মা’’ দিবস ! এই দিনে এবং বাকি জীবনের প্রতিটি দিনে আমার 'মা' এর জন্য রইলো, আমার সারাজীবনের সব ভালোবাসা এবং অনেক অনেক অনেক দু'আ আর শুভেচ্ছা!

মাগো...


তুমি এসেছো তাই


আলোকিত হয়েছে এ ভুবন,


জন্মেছি আমি তোমার কোলে


ধন্য হয়েছে জীবন ।


শত জনমেও তোমাকেই


যেনো বারবার ফিরে পাই,


পরকালেও আমি শুধু


'মা' তোমাকেই চাই ।

মা মানে অকৃত্রিম ভালোবাসা


মা মানে স্নেহ আর মমতার ঝুলি


মা মানে অযথা আবদার


মা মানে পড়তে না বসার বকুনি


মা মানে মা'র শাড়িঁর আঁচলের খুব প্রিয় পরিচিত একটি গন্ধ


মা মানে শত অপরাধেও ক্ষমাসুলভ দৃষ্টি


মা মানে সন্তানের প্রতি অগাধ বিশ্বাস


মা মানে গুন গুন করে গাওয়া কোন ঘুমপাড়ানি গান


মা মানে গভীর রাতে ভয় পেয়ে প্রচন্ড চিৎৎৎৎৎতকারে মা'কে খোঁজা


মা মানে খাবার নিয়ে পিছনে ছোটাছুটি


মা মানে মেয়ের সাথে কিশোরীর মত অভিমান


মা মানে মায়ের ভয়ে মিথ্যে বলা এবং ধরা পড়ে যাওয়া


মা মানে সন্তানের চোখ দেখে সব অন্যায় বুঝে ফেলা


মা মানে মেয়ের সব অর্থহীন যুক্তির কাছে ইচ্ছোকৃত হারমানা


মা মানে প্রচন্ড দুঃখ পেলে আশ্রয়ের প্রত্যাশা


মা মানে সন্তানের দেরিতে বাড়ি ফেরার চিন্তায় অস্থির কোন মুখ


মা মানে চুল বেঁধে দেয়া


মা মানে তাড়াহুড়ায় ভুলে গেলে সব কিছু মনে করিয়ে দেয়া


মা মানে বাবার অপূর্ণ ভালোবাসা পূর্ণ করার সর্বোচ্চ চেষ্টা


মা মানে সারাদিনে ঘটে যাওয়া সব, এক নিঃশ্বাসে বলে ফেলা


মা মানে নিজের সব সুখ বিলীন করে দিয়ে আমাদের মুখে হাসি ফোটানো


মা মানে সকাল থেকে রাত শধু একটি মুখকেই খুজেঁ বেড়ানো


মা মানে লুকিয়ে লুকিয়ে মা' কে নিয়ে লেখা কবিদের কবিতা থেকে শব্দ চুরি


এবং সেগুলো জোড়াতালি দিয়ে কিছু একটা বানাবার বৃথা চেষ্টা


অতঃপর 'মা' এর হাতেই ধরা পড়া...

মা ও মা, তুমি আমার এই মা ... তুমি ই আমার জীবনের প্রেরণা ............!!


1
$ 0.00
Avatar for Sadiasapa
4 years ago

Comments