6
26
ছুটি
লিখেছেন কবি রবীন্দ্রনাথ ঠাকুর
মেঘের কোলে রোদ হেসেছে
বাদল গাছে টুটি,
আজ আমাদের ছুটি ও ভাই,
আজ আমাদের ছুটি।
কি করি আজ ভেবে না পাই
পথ হারিয়ে কোন বনে যাই,
কোন মাঠে যে ছুটে বেড়াই
সকল ছেলের জুটি,
আজ আমাদের ছুটি ও ভাই
আজ আমাদের ছুটি।
Amar ay kobita ta khub valo lage.soto belai ay kobita onek bar poresi.