মাঝির সংসার

1 22
Avatar for Rakibul287476
4 years ago

মাঝির সংসার

________________

ও মাঝি ভাই কই যাও- কে ডাকছো বাহে,

শাকের আঁটি মাথায় নিয়ে- কে আমারে ডাহে?

আমায় নিয়ে যাবে নাকি- তোমার ভাঙ্গা না'য়

পাতলা মাথায় মাঝি এ'বার- এ'পারেতে চায়।

ও মাঝি ভাই বলতো দেখি- তোমার ক'খান পোনা

দু'খান মেয়ে এ'খান ছেলে- সে তো আমার সোনা।

দুষ্ট বেশি মুষ্টি ও তার শক্ত ও কম না-

এই বয়সে বইঠা ধরে- কামায় ক'য়েক আনা।

ও মাঝি ভাই বলছোটা কি- বিদ্যান কি বানাবা না?

কি যে বলেন বাহে-

ক্ষিদের জ্বালায় সোনার পেটে কোলা'ব্যাঙে ডাহে।

মেয়ে আমার বড় হইছে তেরো বছর পার,

মেলা টাকা পণ দেওয়া তো আমার কাছে ভার।

ও মাঝি ভাই বয়স অল্প বিয়ে দিবে কেন?

কি যে বলেন বাহে-

গরীব বলে সব বয়সে আড় চোঁখে যে চাহে।

মেয়ে তোমার বড় হইছে- বিয়ে দাও না কেন

গ্রামের ছেলেরা নষ্ট হচ্ছে- তুমি কি তা জানো?

নীচু আমি ছোট আমি- কাজের বেলা ও তাই,

সুখের ছোঁয়া এই ভুবনে কে'বা নাহি চায়।

কষ্টে মাঝি কেঁদে ফেলে শান্ত নদীর জল-

বইঠা খানিক পরতে থাকে ছলাৎ ছলাৎ ছল।

বৌ টা আমার রুগ্ন খুবই টিবি ধরা পরে,

মাঝে মাঝে মুখ দিয়ে তার- রক্ত খানিক ঝরে।

ডাক্তার মশা'ই বড়'ই কসা'ই- টাকা নিয়ে আসো;

নও তো তোমার বউকে মাঝি- ওঝা দিয়ে ঝাড়।

মা মারা যায় ছোট কালে বা-জান করে বিয়ে-

জীবন যুদ্ধে নামছি বাহে দুঃখ-কষ্ট নিয়ে।

দুঃখ-কষ্টে বোনটা বাহে ও পারে দেয় পারি,

ভাইটা আমার ছোট ছিল- বুঝতো না সব ভারি।

একদিন এক কুকুর বাহে- কামড় মারে পা'য়

সেই থেকে যে ভাইটা আমার- ঘেউ ঘেউ করে যায়।

জীবন প্রদীপ তাঁর যে বাহে- নিভছে তারাতাড়ি।

সেই শোকেতে বুকটা আমার- আজ ও থাকে ভারি।

বেঁচে আছি সুখে আছি আমার সংসার নিয়ে-

অনেক কাল তো পার করেছি- ভাঙ্গা নৌকা দিয়ে।

লেখক খানিক স্তব্ধ হয়ে আকাশ পানে চায়-

কখন জানি জল এসে যায়; জোড়া চোঁখের কোনায়।

ও মাঝি ভাই কষ্ট অতি জীবন যুদ্ধে হা'য়,

ধন্য আমি পার হয়েছি তোমার ভাঙ্গা না'য়।

লেখক: রাকিবুল হাসান 🌿

2
$ 0.00
Avatar for Rakibul287476
4 years ago

Comments