1
30
বিরহেরই গাইছি গান
ব্ল্যাক আন্ড হোয়াইট ইমোশান।
আমরা নাকি বিবেকবান
কিংবা মোরা শিক্ষিত প্রাণ।
একদিকেতে অভিমান
অন্যদিকে প্রাকটিস্ড সঙ্।
জীবন জুড়েই চলছে নাটক
নাট্যরসের রঙ্গশালা ।
কেউ বা হেথা ছিঁড়ছে যে ফুল
কেউ বা বসে গাঁথছে মালা।
পূর্ণ যে আজ দর্শকাসন
চলছে যেন দূরদর্শন
সেথায় ও যে নাট্যশালা
তফাৎ শুধু
জীবন্ত আর ছবির বেলা।
অনুভব ।