কাগজ

7 37
Avatar for Nondini
4 years ago

কাগজ আধুনিক বিজ্ঞানের একটি উল্লেখযোগ্য অবদান। এটা আমাদের সভ্যতার অবিচ্ছেদ্য অংশ।এটি সাধারণত পাতলা এবং চ্যাপটা যাতে আমরা লিখি।চীনরা প্রথম কাগজ আবিষ্কার করে।এটি পুরাতন ছেঁড়া কাপড় খাস খর এবং অন্যান্য দিয়ে আশ দিয়ে তৈরি।বিভিন্ন প্রকারের কাগজ যেমন ফুলস্ক্যাপ ডিমাই ডাবল ক্রাউন বিভিন্ন কাজে ব্যবহার করা হয়।পাতলা কাগজ লেখার কাজে ব্যবহৃত হয়।মোটা কাগজ জিনিসপত্র প্যাকেট করার জন্য ব্যবহার হয়।রঙিন কাগজ সৌখিন দ্রব্য তৈরি ও সাজসজ্জার কাজে ব্যবহৃত হয়। ফুলস্কেপ আকারের কাগজ সাধারণত বই ম্যাগাজিন সংবাদপত্রের জন্য ব্যবহার করা হয়।আমাদের অফিসের রেকর্ডপত্র সংরক্ষণের জন্য আমরা কাগজ ব্যবহার করি।আমরা কাগজ ছাড়া শিক্ষার কথা ভাবতে পারিনা।শিক্ষা হাতে হাত রেখে একত্রে চলে। কোন দেশের কাগজের ব্যবহার সে দেশের উন্নয়ন নির্দেশ করে।কাগজে সীমিত ব্যবহার আমাদের পশ্চাৎপদতার নির্দেশক।এ সমস্যার প্রধান কারণ হল জনগণের দারিদ্র এবং কাগজের উচ্চমূল্য।কাগজের মূল্য কমিয়ে কাগজের ব্যবহার বৃদ্ধির জন্য পদক্ষেপ গ্রহণ করতে হবে। আমাদের অগ্রগতির জন্য এটা করা উচিত।

9
$ 0.00

Comments

অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস হচ্ছে কাগজ৷ আমাদের দৈনন্দিন জীবনে কাগজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

$ 0.00
4 years ago

কাগজ দিয়ে অনেক কিছু করা যাই।কাগজ আমাদের প্রতে্্যক কাজে ব্যবহার করা হয়।পড়ালেখা কাজে হিসাব এর কাজে ব্যবহার করা হয়।

$ 0.00
4 years ago

Sokol students bolun ar jai bolun kagoj tadar kacha sorbouttom jinis jar madhoma sokol osaddo sadhonar kaj kore students ra

$ 0.00
4 years ago

Kajor somporka onak gurutto purno kotha janalen apni ai totho onakar khub kaj a lagbe

$ 0.00
4 years ago

কাগজ ছাড়া একটি দেশের অগ্রগতি সম্ভব নয়। শিশু বয়স থেকে বৃদ্ধ সবাই কাগজ ব্যবহার করে। আপনার লেখা আর্টিকেলটি খুব সুন্দর হয়েছে।

$ 0.00
4 years ago

কাগজ আমাদের জীবন এর সাথে ওতপ্রোতভাবে জড়িত। কাগজ ছাড়া আমাদের জীবন একদিন ও চলেনা।

$ 0.00
4 years ago

কাগজ প্রথম তৈরি হয় চীন এ। কাগজ ছাড়া আমাদের একদিন ও চলেনা। কাগজে রং অনেক দাম।

$ 0.00
4 years ago