জ্যাম রোল

6 13
Avatar for Nondini
3 years ago

উপকরণ :

বাটার (গলানো )এক চামচ

ময়দা 2 চামচ

বেকিং পাউডার দেড় চামচ

ডিম তিনটি

চিনি দুই চামচ

গুড়ো দুধ এক চামচ

ভ্যানিলা এসেন্স দেড় চামচ

স্ট্রবেরি জ্যাম পছন্দমত

তেল 3 চামচ

যেভাবে বানাতে হবে :

প্রথমে ডিমের সাদা অংশ বিট করুন।

ফোম দিয়ে কুসুম দিয়ে বিট করুন।

দেড় চামচ ভ্যানিলা এসেন্স ও চিনি দিয়ে বিট করুন।

গুড়া দুধ বেকিং পাউডার ও ময়দা একসাথে মিশিয়ে বিট করা ফোমের সাথে ভালোভাবে মিশিয়ে নিন।

একটি ট্রেতে তেল ব্রাশ করে মাখিয়ে একটি সাদা কাগজে বিছিয়ে তার উপর কাগজে আরো 2 চামচ তেল ব্রাশ করে মিশ্রণটি ঢেলে দিন।

তারপরে 160 মিনিট সেন্টিগ্রেড তাপে 2 মিনিট বেক করুন।

ব্যাস পছন্দমতো স্ট্রবেরি জ্যাম উপরে ভাল করে মেখে রুল তৈরি করে ছুরি দিয়ে গোল করে কেটে পরিবেশন করুন মজাদার জ্যাম রোল।

7
$ 0.05
$ 0.05 from @ericreid9

Comments

জ্যাম আমার সবসময় ফেভারিট। আর জ্যাম রোল অনেক টেস্টি একটা খাবার। বিশেষ করে ছোট বাচ্চাদের জন্য এবং স্কুলের বাচ্চাদের জন্য এটা বেশ উপযোগী খাবার।

$ 0.00
3 years ago

জ্যাম রোল রেসিপিটা দেখেই মনে হচ্ছে খুবই সুস্বাদু একটি রেসিপি। রেসিপিটা দেখে আমি তৈরি করতে চেষ্টা করব।

$ 0.00
3 years ago

ছোট বড় সবারই জ্যাম রোল পছন্দ।আর এমনিতেও এর স্বাদ অতুলনীয়।আর বিশেষ করে বাচ্চাদের তো খুব প্রিয়।

$ 0.00
3 years ago

ভালো একটা রেসিপি ত। একবার খেয়ে দেখা লাগবে। খুবসিগ্রই এইটা বানাব।

$ 0.00
3 years ago

জ্যম রোল আমি ট্রাই করেছিলাম বাসাই খুবি মজাদারএকটি খাবার এটি। বিশেষ করে বাচ্চাদের খুব প্রিয়।

$ 0.00
3 years ago

কখনো এই রেসিপি খাওয়া হই নাই। তবে রেসিপি দেখে মনে হল ভালো হবে খেতে।আপনার রেসপি দেখে বাড়িতে তৈরি করব

$ 0.00
3 years ago