আপনার স্মার্টফোনে, যদি একই সাথে ছবি এডিটিং (Photo Editing) ,গ্রাফিক ডিজাইন করতে চান,ইলাস্ট্রেশন (Illustration) করতে চান,ভিডিও এডিটিং করতে চান তাহলে সব কাজের জন্যে আপনি চোখ বন্ধ করে এই একটি অ্যাপে সব কিছুর সমাধান পাবেন।
তো চলুন দেখে নেওয়া পিকস আর্ট অ্যাপ থেকে আপনি কি কি সুবিধা পাচ্ছেন।
আমি ডিজিটাল ড্রয়িং নিয়ে বেশ কিছুদিন আগে একটি আর্টিকেল লিখেছিলাম।সেখানে বলেছিলাম আপনি চাইলে আপনার স্মার্টফোনেই আপনার আঁকিবুকি করার হাতেখড়ি করতে পারেন।
ডিজিটাল ড্রয়িং নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম।আমার আগের আর্টিকেলের লিংক:
https://read.cash/@Musso/turn-your-hobby-into-profession-digital-drawing-76be0c0b
পিকস আর্ট (PicsArt) দিয়ে শুধু যে আপনি ডিজিটাল ড্রয়িং করতে পারবেন তাই নয়।আপনি একটি সৃজনশীল মানুষ পাবেন এবং তাদের নিয়ে গঠিত বিশাল একটি কমিউনিটি।
যেখানে আপনি আপনার আঁকা ছবি (Artwork) গুলো আপলোড করতে পারবেন এবং তারা কি কি ছবি আঁকছে তাদের সৃষ্টি গুলো দেখতে পারবেন।দারুন মজার না?
এবার চলুন এক নজরে দেখে নেওয়া যাক এই এপের নানান সুবিধা সমুহ।
ফটো এডিটর:
আমরা সাধারণত ছবি এডিট করা,ভিডিও এডিট করা সবকিছুর জন্যে আলাদা আলাদা এপস ডাউনলোড করে রাখি।
এতে একদিকে যেমন কম স্টোরেজের ফোন গুলোর স্টোরেজ সমস্যা দেখা দেয় আবার এইভাবে কাজ করতে ঝামেলাও পোহাতে হয়।কেমন হবে যদি সবকিছু এক এ্যাপে পাওয়া যায়?আপনি পিকস আর্টে পাবেন ছবি এডিট করার দারুন সব টুলস( Tools)।
আপনার ছবির জন্যে আপনি পাবেন দারুন সব ফিল্টার আর ইফেক্টস( Effect)।
যেগুলো ব্যবহার করে খুব সহজেই আপনার ছবিটিকে আরো প্রাণবন্ত করে তুলতে পারেন।আমার ব্যক্তিগত ভাবে পিকস আর্ট অ্যাপের ফিল্টার(Filter) গুলো খুবই পছন্দের।
কখনো কখনো ছবির ব্যকগ্রাউন্ড মুছে(Background eraser) করার দরকার পড়ে।এর জন্যে আবার আলাদা এপ ডাউনলোড করি।এর জন্যে আলাদা এপ ডাউনলোড করার কোনো দরকার নেই।কিন্তু কিভাবে করবেন?
পিকস আর্টে (PicsArt) আপনি কাট আউট( Cutout) অপশন থেকে সহজেই আপনার ছবির ব্যাকগ্রাউন্ড মুছে ফেলতে পারবেন।
ধরুন আপনি আপনার ছবি থেকে কোনো বস্তু (Object) রিমুভ করতে চাচ্ছেন।আপনি ( Photo Retouch) অপশন থেকে তা খুব সহজেই করে ফেলতে পারবেন।
পিকস আর্টে,হাজার হাজার ছবি( Free image) পাবেন যেগুলো আপনি নিজের এডিটিং এর কাজে অনায়াসেই ব্যবহার করতে পারবেন!
আপনি ছবিতে কিছু লিখতে চান?এর জন্যও কিন্তু দেখা যায় নানান রকম অতিরিক্ত এপ ডাউনলোড করতে।
আপনি পিকস আর্টে পাবেন প্রায় ২০০ এর উপরে দারুন দারুন সব ইংরেজি ফন্ট।সেখান থেকে পছন্দের ফন্ট বেছে নিন আর জুড়ে দিন আপনার ছবিতে।
ছবিতে সাদা রঙের চুল কালো করতে চাচ্ছেন?বা বয়স টা টেনে টুনে আরেকটু বৃদ্ধ করতে চাচ্ছেন?এই সব ফিচারের জন্যে আপনাকে আলাদা করে কোনো এপস ডাউনলোড করতে হবে না।
মেক ওভারের এই কাজ গুলো আপনি পিকস আর্টে করতে পারবেন।দারুন না?নিজের পছন্দ মতো চুলের রঙ বদলান।দেখুন ভিন্ন রঙের চুলে আপনার ছবিটি কেমন লাগছে!
ছবির ব্যাকগ্রাউন্ড কখনো কখনো একটা সমস্যার সৃষ্টি করে।কখনো কখনো চাইবেন ব্যকগ্রাউন্ড ব্লার ( Blur) করতে।
আপনি সিলেকশন টুল ( Selection tool) ব্যবহার করে একদম সুন্দর ভাবে আপনার ছবির ব্যাকগ্রাউন্ড ব্লার করতে পারবেন।
ডাবল এক্সপোজার ফিচার সহ, ছবির ক্রপিং ( Crop), লেয়ার বাই লেয়ার এডিটিং( Layer) সহ আরো অসাধারণ দারুন সব ফিচারের মিশেল আপনি পাবেন এক এপেই।
ভিডিও এডিটর:
ভিডিও এডিট করার সময় সবচে বেশী যে ফিচারটা ব্যবহার করা হয় তাহলো ব্যকগ্রাউন্ড মিউজিক জুড়ে দেওয়া।আপনি এই বহুল ব্যবহৃত ফিচারটি পিকস আর্টে ভিডিও এডিটিং অপশনে পাবেন।আরো মজার ব্যপার হলো সাথে পাচ্ছেন পিকস আর্টের নিজস্ব একটা দারুন মিউজিক সংগ্রহ।সেখান থেকে নিজের পছন্দের মিউজিক পছন্দ করুন আর জুড়ে দিন আপনার ভিডিও তে।
ইন ভিডিও ক্রপিং ( In video cropping) ফিচার যা দিয়ে খুব সহজেই ভিডিও ক্রপ করা যায়।আপনি আপনার পছন্দ মতো সাইজ নিয়ে আপনার ভিডিও ক্রপ করতে পারবেন।সেখানে আপনি নানান রকম সাইজ দেখতে পাবেন।যেখান থেকে বেছে নিন আপনার পছন্দের সাইজ।
গ্লিচ (Glitch) সহ ভিডিও তে নানান রকম আফটার ইফেক্টস ( Effects) এর কাজ গুলো আপনি অনায়াসেই করতে পারবেন।এদের লাইব্রেরী তে বিভিন্ন রকমের এমন ইফেক্টের সংগ্রহ আছে।
ভিডিও ট্রিম করা কিংবা স্লাইড শো ( Slide show) বানাতে চান অথবা ভিডিও কোলাজ ( Collage) করবেন এই ফিচার গুলোও আপনি পাবেন পিকস আর্টের ভিডিও এডিটিং অপশনে।
কোলাজ মেকার:
অনেক গুলো ছবি একসাথে কোলাজ করতে চাচ্ছেন এবং নানান রকম ডিজাইন আর শেপ (shape) ব্যবহার করতে চান এই ফিচার গুলো আপনি পাবেন সহজে।
ফটো গ্রিড, নানান রকমের লে আউট ( Layout) এবং ফ্রেম সবই পাবেন পিকস আর্টের কোলাজ মেকার অপশনে।
এবার আমাদের সেই কাঙ্খিত ড্রয়িং টুলস নিয়ে লিখবো।সেখানে কিভাবে আপনি ছবি আঁকবেন আপনার ফোনেই।আপনার ডেস্কটপ লাগবে না,লাগবে না দামী কোনো স্টাইলাস পেন বা গ্যাজেট।আপনার স্মার্টফোনের স্ক্রিন টাকেই বানিয়ে নিন স্টাইলাস।
ড্রয়িং টুলস:
পিকস আর্টের ড্রয়িং টুলসে নানান সাইজের আর আকৃতির ব্রাশ, ছবির ফ্রি ব্যাকগ্রাউন্ড পাবেন।যেগুলো ব্যবহার করে মনের মতো ছবি আপনি একে ফেলতে পারবেন খুব সহজেই।
ডুডল ( Doddle) বানানো থেকে শুরু করে সবই করতে পারবেন।আর সবচে ভালো কথা হলো ছবিটি সেভ করার পরে সরাসরি এটি .png ফরম্যাটে সেভ হবে।
আপনি এই ছবিটি পরে যেকোনো জায়গাতেই ব্যবহার করতে পারবেন।যেমন ধরুন টি শার্টের উপর ব্যবহার করতে চাচ্ছেন।
আর ইলাস্ট্রেশন তো আছেই।আপনি খুব সহজেই পোট্রেট আঁকতে(Potrait) পারবেন।ডিজিটাল ড্রয়িং এর যাত্রা এখান থেকেই শুরু।
এমন সব ফিচারের দারুন সব মিশেল হচ্ছে পিকস আর্ট এপ।আপনি এক এপেই পাবেন সব কিছুর সমাধান।
ছবি এডিট করা,ভিডিও এডিট করা কিংবা ছবি আঁকা সবই পাবেন এক জায়গায়।
যারা এমন একটি এপ খুঁজছিলেন আশা করি পিকস আর্ট এই এপটি আপনাদের দশটা বাড়তি এপের ঝামেলা থেকে মুক্তি দিবে।আমি ছবি আকার জন্যে এই এপ ব্যবহার করে আসছি প্রায় দুই বছর ধরে।
অবসর সময় কাটানো কিংবা শখের বসে আঁকা যেটাই চান তাই পারবেন।তাহলে আর দেরী কেনো ফোনের স্ক্রিন হোক আপনার মনের রঙিন ক্যানভাস।