Don't afraid about sick

3 32
Avatar for Mehjabin94
4 years ago

চারপাশে অনেকই অসুস্থ, জ্বরে ভূগছে।

জ্বর নিয়ে হযরত মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস।

আবূ হুরায়রাহ (রাঃ), থেকে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর সামনে জ্বরের বিষয় উল্লিখিত হলে এক ব্যক্তি জ্বরকে গালি দেয়। নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেনঃ জ্বরকে গালি দিও না। কেননা তা পাপসমূহ দূর করে, যেমন আগুন লোহার ময়লা দূর করে।

তাহকীক আলবানীঃ সহীহ।

সুনানে ইবনে মাজাহ, হাদিস নং ৩৪৬৯

হাদিসের মান: সহিহ হাদিস

4
$ 0.00

Comments

সুবহানাললাহ।আল্লাহ আমাদের সকল রোগ বলাই থেকে হেফাজত করুক আমিন।

$ 0.00
4 years ago

Sukria vai

$ 0.00
4 years ago

mashalllah

$ 0.00
4 years ago