আক্ষেপ

2 26
Avatar for Lumen
Written by
4 years ago

হয়তো অনেক কিছুরই আক্ষেপ রয়ে যাবে। বাবা মা কে কখনো বলা হয় নি তাদের প্রতি আমার ভালবাসার কথা। ছোট বেলায় একবার বাবার সাথে একটা মসজিদে গেছিলাম ,চোর আমার জুতা নিয়ে চলে গেল। যাই হোক ফিরতে হবে ঐ দিন ছিল আবার ধর্মঘট, কোন রিক্সা ও পাচ্ছিলাম না। হেঁটে ই ফিরতে হবে, কিন্তু খালি পায়ে হাঁটতে খুব ই লজ্জা পাচ্ছিলাম গতি নেই দেখে বাবা পুরো রাস্তা টাই খালি পায়ে হাটল আমি হাঁটলাম বাবার জুতা পড়ে। ঐ দিন বাবার মুখে লজ্জা দেখিনি, দেখে ছিলাম আমার প্রিয় জুতা হারানোর কষ্ট। এবার আসি আক্ষেপের কথায় ঐ দিন ও বলতে পারি নি বাবা ভালো বাসি, আজো বলতে পারি নি ভালো বাসি।। কিন্তু তাতে বাবাদের কিছুই আসে যায় না তারা সন্তানদের জন্য আজীবন করে যান।

পৃথিবীর সকল বাবারা ভালো থাকুন।।।।।।।।।

2
$ 0.00

Comments

Wow!suxh a great thing in small words!

$ 0.00
4 years ago