মহাকাশে মারা গেলে মৃতদেহের কি হবে?

0 14
Avatar for Kriti
Written by
2 years ago
Topics: Travel, Ethereum, Anime

মহাকাশে মারা গেলে মৃতদেহের কি হবে?

মানুষ মরণশীল। প্রত্যেক মানুষকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তবে মৃত্যুর পর আমাদের মৃতদেহ পচে-গলে যায় এটা আমরা সবাই জানি, কিন্তু মহাকাশে মৃতদেহের কি হয় তা কি আমরা জানি? কারণ মহাকাশে অল্প ঘনত্বের বস্তু বিদ্যমান। অর্থাৎ শূন্য মহাশূন্য পুরোপুরি ফাঁকা নয়। প্রধানত, অতি অল্প পরিমাণ হাইড্রোজেন প্লাজমা, তড়িৎচুম্বকীয় বিকিরণ, চৌম্বক ক্ষেত্র এবং নিউট্রিনো এই শূন্যে অবস্থান করে। তাত্ত্বিকভাবে, এতে কৃষ্ণবস্তু এবং কৃষ্ণশক্তি বিদ্যমান। মহাশূন্য এমন অনেক কিছু আছে যা মানুষ এখনও কল্পনা করতে পারেনি। তাই পৃথিবীর মত মহাকাশে মৃতদেহ পচে যায় না।

তবে কি হয়?

মহাকাশে মৃতদেহ পচার সুযোগ পাবেনা। কারণ রেডিয়েশন ও বায়ুশূন্যতায় শরীরের যত ব্যাকটেরিয়া আছে, ওগুলো মারা যাবে বা শীতনিদ্রায় চলে যাবে। মৃত দেহটি যদি পৃথিবীর কক্ষপথের সাথে চলে তবে তা কম চাপের কারণে সিদ্ধ হয়ে মমিতে পরিণত হবে। অনেকটা ইতালির পম্পেইতে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণে ধ্বংস হওয়া নগরীতে যেমন শ শ মৃতদেহ উদ্ধার হয়েছিল তেমন।

আবার যদি এটি পৃথিবীর কক্ষপথ থেকে সৌরজগতের বাইরের দিকে যেতে থাকে, যেখানে তাপমাত্রা শূন্যের নীচে, তাই মৃতদেহ জমে শক্ত হয়ে যাবে। যেহেতু বায়ু শূন্যতায় তাপের পরিবহনও দ্রুত হয়না তাই এরকম হতে কয়েকদিন এমনকি কয়েক সপ্তাহও লেগে যেতে পারে। মাউন্ট এভারেস্ট বা আল্পস পর্বতমালার হিমবাহের মাঝে মৃতদেহ যেমন বছরের পর বছর ভাল থাকে, তেমনি মহাকাশেও দেহটি কয়েক মিলিয়ন বছর পরেও চেনা যাবে, যতক্ষণ না এটা কোন জ্যোতিষ্কে পতিত হচ্ছে।

[তথ্যসুত্র: বিডি প্রতিদিন]

1
$ 0.00
Sponsors of Kriti
empty
empty
empty
Avatar for Kriti
Written by
2 years ago
Topics: Travel, Ethereum, Anime

Comments