দুষ্ট বলে কি স্বপ্ন দেখতে মানা?

2 9
Avatar for Khairul28
3 years ago

একটু ছট্ফটে, একটু দুষ্টু, মাঝারি মানের ছাত্ররাই কিন্তু জীবনে সফল।আমি জানি সফলতার সংগা একেক জনের কাছে একেক রকম, সবাইকে এক পাল্লায় মাপাও ঠিক না। হ্যা তারপরও আমি জেনে শুনে আমার ব্যাক্তিগত অভিজ্ঞতা থেকেই বলছি। হয়তো আমি জীবনে অনেক বড়ো কিছু হতে পারি নাই , কিন্তু শিক্ষকতা পেশায় তো আজ কম - বেশি দশ বছরের মতো হতে চললো। আমার অনেক সরাসরি ছাত্রও আজ বিশ্ববিদ্যালয়ের লেকচারার। আর অন্যান্য পেশার কথা বললে সে এক বিশাল লিষ্ট হয়ে যাবে।

আসলে ক্যারিয়ার নিয়ে আমাদের সবারই কমবেশি সপ্ন থাকে এবং সেটাই মনে হয় ছাত্র জীবনের অন্যতম সৌন্দর্য, মায়া, আর অনুপ্রেরণা। ছাত্র জীবনে আমাদের চারপাশে নানা রঙের নানা মতের, নানা রকম ছাত্র ছাত্রী, সহপাঠী, বড়ো ছোটো সবাইকে দেখি । কখনো কি তোমরা ভেবেছো আজ যারা শিক্ষকদের খুব প্রিয় ছাত্র আগামী বিশ বছর পরে তাদের জীবনের চাওয়া পাওয়ার হিসেব কতটুকু মিলবে? অথবা বিশ বছর আগে যারা খুব একান্ত বাধ্যগত ছাত্র ছিল আজ উনারা কেমন আছেন? আবার যারা একেবারেই উচ্ছন্য গেছে তারাই বা কেমন সফল হবে? এগুলা একটু ভাবা দরকার, হা এখনই দরকার। আমাদের দেশের সিস্টেমটাই এমন যে কিছু বুঝে উঠার আগেই সবার জীবন থেকে এই স্কুল সেই কলেজ ওই বিশ্ববিদ্যালয় করতে করতে দুই তিন বছর চলে যায়। আমার নিজেরও সরকারি বেসরকারি বিদেশি করতে করতে ২ টি মহা মূল্যবান বছর নষ্ট হয়েছে । তাই এখন যারা স্কুল কলেজে আছো এখনই তোমাদের একটা লক্ষ্য ঠিক করা উচিত, একটা সপ্ন নিয়ে সেটা লালন করা উচিৎ। সে লক্ষ্য যে সবার এক হবে এমন না, হওয়া উচিত ও না। সবাই তো ডাক্তার ইঞ্জিনি়ইয়ার বিজ্ঞানী হবে না, আর এসব পেশা হলেই যে সফল এটাও কিন্তু নয়। সফল হওয়া যায় খুব ক্ষুদ্র কিছু করে খুব ক্ষুদ্র কোনো পেশায়, অথবা ব্যাবসায় নিজেকে নিয়োজিত রেখে। এটার জন্য যোগ্য সিনীয়র ভাই বোনদের থেকে পরামর্শ নেওয়া যেতে পারে।

এবার আসি বিশ্ববিদ্যালয় ভর্তি প্রসঙ্গে। আসলে একটা বয়স পরে কে কোন বিশ্ববিদ্যালয়ে পড়লো এটা খুব বেশি কাজে লাগে না। তাই সরকারি বেসরকারি অথবা বিদেশের যে যেটাতেই পড়ে না কেন, আসল কথা হলো তুমি কতটুকু শিখলা। ছাত্র ভালো কিংবা খারাপ, বিশ্ববিদ্যালয় নামকরা না নামছারা সেটা মুখ্য নয়, কার ভিতরে কেমন মাল আছে সেটাই আসল। এই সেই নামিদামি বিশ্ববিদ্যালয়ের ট্যাগ লাগিয়ে বড়োজোর খুড়িয়ে খুড়িয়ে ম্যানেজার লেভেল পর্যন্ত যাওয়া যায় তার উপরে নয়। হ্যা আসলেই তাই। আমার খুব কাছের এক বন্ধু ঢাকা ইউনিভার্সিটি থেকে অর্থনীতিতে খুব ভালো রেজাল্ট করে ৮০০০ টাকা বেতনে চাকুরী করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পাস করে একজন চার্টার্ড অ্যাকউন্ট্যান্ট সিইও এর আন্ডারে। সে CA ভাই এখন দেশের খুব নামকরা ইনস্টিটিউট এর প্রেসিডেন্ট সাথে কয়েকটি কোম্পানির মালিক। আবার বেসরকারি র কথা বলি, শুধু নর্থসাউথ আর ব্র্যাক থেকে পাস হলেই একটা মোটামুটি মানের চাকুরী মিলে যাবে এমন না। দেশের অনেকের সপ্নের চাকুরী গ্রামীণ ফোনের নির্বাহী প্রধান আজমান ভাই কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পাস করা। আর তার নিচে দেশী বিদেশি নামকরা ইউনিভার্সিটির ছাত্র ছাত্রীরা নাকের জল পায়ে ফেলে কাজ করে যাচ্ছে। বাস্তবতা এখন এমনই এক আরও কিছু বছর পরে আরও ভালো হবে। ভালো হবে মানে তখন শুধু যার ভিতরে যা থাকবে সেই সফল হবে। অনেকে বলে না মামা চাচা ছাড়া কিচ্ছু হয় না। এটা একদিকে সঠিক আবার ভুল ও। সঠিক হলো মামা চাচা দিয়ে ১৫০০০-২০০০০ টাকার মাইনে মিলানো যায় কিন্তু ৬ সংখ্যার বেতন, ব্যাবসা, সর্বোপরি সফল হওয়া যায় না রে ভাই। আমি আশা করি এখানের সবার ইচ্ছা ১৫-২০ হাজারে নাই। আসল বাস্তবতা হলো দেশে এখনও যোগ্য লোকের অভাব, খুব অভাব। আর বিদেশের কথা? বিদেশি একটা ডিগ্রী হলেই সব হইয়ে গেলো? না। আমার পরিচিত অনেক দেশে অনেক ছাত্র ছাত্রী এখনও জীবনের অঙ্ক মিলাতে পারছেনা। আরও বলি আমরা আসলে বিদেশি বিশ্ববিদ্যালয় এর অনেক স্কলারশিপ , সুযোগ সম্পর্কে জানি না।সারাদিন হয়ত ফেসবুক গুতাচ্ছি কিন্তু একটু জানার চেষ্টা করি না কিভাবে একটা ভালো স্কলারশিপ পাওয়া যায়। আসলে পৃথিবীতে হাজার হাজার স্কলারশিপ আছে, তোমার তো শুধু একটা দরকার। এত বড়ো সুযোগ একটু চেষ্টার অভাবে কেউ হাতছাড়া করে? তাই বিদেশে পড়তে গেলে GRE GMAT IELTS , research interest এগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করো। আমি কথা দিচ্ছি ব্যাপারটা খুব কঠিন না আবার খুব কঠিন যদি না কেউ সঠিক পন্থায় খোজ করে।

ফিরে আসি সে পুরান কথায়, মাঝারি দুষ্ট ছেলেদের কথায়। আগে একটা পোষ্ট দিয়েছিলাম ( আমাদের ইস্পাহানী কলেজ গ্রুপে এইচ বোয়েজ নিয়ে) । কেউ কেউ জানতে ছেয়েছিল এত দুষ্ট মাঝারি মানের ছাত্র গুলো আজ ১৯-২০ বছর পরে কে কোথায় কেমন আছে। তাদের উদ্দেশ্যে বলি, ওই স্কুল পালানো ছেলেদের কেউ কেউ আজ কোম্পানির মালিক, কারো কারো ৬ ডিজিটের চাকুরী, কেউ আবার নিজের সখের ডিজাইনার। সবচেয়ে "খারাপ" যে ছিল সেও আজ ৫০+ মাইনের চাকরি করে দিব্যি খুব ভালো আছে। কি আছে জীবনে , জীবন যদি একটু ঝাল টক মিষ্টি মিশ্রিত না হয়। আজ শিক্ষক, সহপাঠী তোমাকে দুষ্টু বলে, মাঝারি মানের ছাত্র বলে নাক সিটকায়, তাদের বলি এটাই তোমার জীবনের আশির্বাদ। তুমি তোমার বর্তমান জীবনকে খুব মন ভরে উপভোগ করতে পারতেছ, হয়ত বেশি নম্বর পাবার আশায় কারো কারো ঘুম ই আসেনা। তাই অগ্রজ হিসেবে একটি কথাই বলি, "জিও জি ভরকে, সাপ্ন কে সাথ সাথ"। সপ্নের সাথে আপোষ নয়, নয় পরিশ্রমের সাথে, জীবনের ভালোলাগা ভালোবাসার সাথেও নয় ।

সবাইকে সফলতার অগ্রিম শুভেচ্ছা ।দুষ্ট বলে ত আর স্বপ্ন দেখতে কোনো দোষ নেই। আজকের সবপ্নবাজদের জয় হক পৃথিবীর সর্বত্র।

4
$ 0.00
Avatar for Khairul28
3 years ago

Comments

খুব সুন্দর পোষ্ট বন্ধু । তোমার বাসা কোথায়? আমি তোমাকে সাবস্ক্রাইব করে দিছি,,, ভাল লাগলে আমাকেও সাবস্ক্রাইব করে দিয়িও

$ 0.00
3 years ago

amar basha Khulna. tomar? ami o subscribe kore dici

$ 0.00
3 years ago