"পর-দেছী মাঝি"

0 27
Avatar for Jack.rose
3 years ago

"কোন দেছের মাঝি ভাই-ও,

কোন গেরামে ঘর-ও,

ভাটি গাং বাইয়া তুমি,

কোন-বা দেছে য়াও-ও ।

একটু মায়া কররে মাঝি,

একটু দয়া কর-ও,

একটি কথা ছুনরে মাঝি,

একটু নৌকা ভেড়াও-ও ।।

জোয়ারে আইছিলে পর-দেছী,

ডিং-ই নৌকা লইয়া-ও,

হৃদয় হরন করলে মাঝি,

মধু লইলো লুঠিয়া-ও,

ভাটি নাও বাইয়া মাঝি,

চইলা গেলে দূরে-ও,

যুগ গেলে নিঠুর মাঝি খরব নিলো নারে-ও ।

কই-ও মাঝি পর-দেছীরে,

তার পুলা বাজান খুঁজে,

পাড়ার লোকে জারাজ বলে,

পুলার হৃদ-ও নিভ্রাতে কাঁদে,

পুলার বাজান কেমতে দিবো-ও ?

একটু দাঁড়ও প্রাণ-ও মাঝি,

একটি কথা শুনে যাও-ও,

আমার পর-দেছীর,

একটু খবর দিয়ে যাও-ও ।

বইলো তুমি পর-দেছীরে,

ও মাঝি ভাই-ও,

পর-দেছী বেহানে,

পরাণ আমার জ্বইলা যায়,

পুইড়া যায়, অঙ্গার হইয়া যাই-ও ।

ছোখটা আমার আন্ধা হইলে,

আঁখো জল ছুখাইয়া গেলে,

পর-দেছীর লাগিয়া-ও,

পর-দেছী বুঝভার পারেনা-তা,

আমি এখন পাগল পারা,

বইলো, বইলো, বইলো মাঝি,

পর-দেছীরে তা-ও !!"

0
$ 0.00
Avatar for Jack.rose
3 years ago

Comments