ফিশ ফ্রাই

6 11

মাছ-২টি

আদা বাটা-১/৪চা, চামচ

রসুন বাটা-১/২চা, চামচ

হলুদ বাটা-১/২চা, চামচ

মরিচ বাটা-১/২চা, চামচ

জিরা বাটা-১/২চা, চামচ

ধনে বাটা-১/২ চা, চামচ

গোলমরিচ গুঁড়া-১/২চা, চামচ

লবন পরিমাণ মতো

তেল ভাজার জন্য।

রূপচাঁদা বা তেলাপিয়া বা কাঁটা কম ওয়ালা যে কোন মাছ পরিষ্কার করে দুপিঠে আচরণ কেটে নিতে হবে। তেল ছাড়া সব মসলা মাখিয়ে ২ঘনটা ভিজিয়ে রাখতে হবে।

ফ্রাইপ্যানে তেল গরম করে মাছ ওখানে দিতে হবে।কম জালে ফ্রাইপ্যানে ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে মাছ উল্টিয়ে দিতে হবে।এভাবে কম জ্বালে রেখে দুপিঠে বেশ ভালো ভাবেই যেন মাছের ভিতরে সিদ্ধ হয়।

মাছ ভাজা হলে উনুনের আঁচ বাড়িয়ে মাছের দুপিঠে মচমচে করে ভেজে নিতে হবে।বড় ডিশে লেটুসপাতা ও টমেটো দিয়ে সাজিয়ে পরিবেশন করা যায়। তাহলে দেখতে অনেক সুন্দর লাগে।

7
$ 0.00
Sponsors of Farhana-liza
empty
empty
empty

Comments

ভাজা মাছ আর গরম ভাতের সাথে ডাল সাথে ভর্তা হলে তো কোনো কথাই নেই!

$ 0.00
3 years ago

ফিশ ফ্রাই আমার খুব প্রিয়। আমার অনেক ভালো লাগে। আর ফিশ ফ্রাই সবাই অনেক পছন্দ করে। ধন্যবাদ তোমাকে।

$ 0.00
3 years ago

ধন্যবাদ আপু।

$ 0.00
3 years ago

তোমাকেও অনেক অনেক ধন্যবাদ আপু এতো সুন্দর একটা খাবার রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য। অনেকেই হয়তো ফিশ ফ্রাই এর রেসিপিটি জানেনা।

$ 0.00
3 years ago

Fish fry is testy yhummy food. i love frish fry. i likes fish fry, i eating sometimes food fry.

$ 0.00
3 years ago

Yes.this is so yamme.

$ 0.00
3 years ago