লেবু ইলিশ

15 24

উপকরণসমূহ :

  • ইলিশ মাছ - ১ কেজি৷

  • হলুদ গুড়া - আড়াই চা চামচ।

  • মরিচ গুড়া - আড়াই চা চামচ।

  • গরম মসলা গুড়া - ২ চা চামচ।

  • পেঁয়াজ কুচি - দেড় কাপ।

  • আদা বাটা - ২ চা চামচ।

  • রসুন বাটা - ২ চা চামচ।

  • পেঁয়াজ বাটা - ২ চা চামচ।

  • গরম মসলা - ২ টা।

  • স্বাদে ম্যাজিক - ১ প্যাকেট।

  • টেস্টিং সল্ট - ২ চা চামচ।

  • লেবুর রস - ১ টেবিল চামচ।

  • চিনি - পরিমানমতো।

  • টকদই - ১ কাপ।

  • লবণ - স্বাদ অনুযায়ী।

  • তেল - পরিমাণমানমতো৷

  • কাঁচামরিচ কুচি - ১ চা চামচ।

প্রস্তুতপ্রণালী :

প্রথমে একটা বাটিতে ইলিশ মাছগুলো নিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। তারপর পানি ঝরিয়ে নিতে হবে ভালোভাবে যাতে মাছে কোনো পানি না থাকে।

এবার ইলিশ মাছে পরিমানমতো হলুস গুড়া, মরিচ গুড়া, লবণ, গরম মসলা গুড়া দিয়ে মেরিনেট করে রাখতে হবে প্রায় ২ ঘন্টা। যাতে করে মাছের ভেতরে সব মসলা ভালো করে ঢুকে যায়।

২ ঘন্টা মেরিনেট করা হয়ে গেলে বের করে নিতে হবে।

এবার গ্যাসে একটা প্যান বসাতে হবে। তাতে পরিমানমতো তেল দিতে হবে। তেল কিছুটা গরম হলে তাতে মেরিনেট করে রাখা ইলিশ মাছগুলো দিয়ে অল্প আচে হাল্কাভাবে ভেজে নিতে হবে।

কিছুক্ষন ভাজার পর মাছগুলো নামিয়ে একটা বাটিতে রাখতে হবে।

এবার গ্যাসে অন্য একটা প্যানে পরিমানমতো তেল দিতে হবে। তেল কিছুটা গরম হলে তাতে গরম মসলা, দারুচিনি দিয়ে একটু নাড়তে হবে।

কিছুক্ষন নাড়াচাড়া করার পর তাতে পেয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, পেয়াজ বাটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে পেয়াজগুলোকে ভেজে নিতে হবে হাল্কা করে।

তারপর তাতে টকদই, টমেটো সস, টেস্টিং সল্ট, স্বাদে ম্যাজিক, সামান্য চিনি দিয়ে নেড়ে মসলাগুলোকে কিছুক্ষন কষিয়ে নিতে হবে। প্রয়োজনে ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে কিছুক্ষন৷

কিছুক্ষন কষিয়ে নেওয়ার পর ঢাকনা খুলে তাতে ভেজে রাখা ইলিশ মাছগুলো দিয়ে দিতে হবে। একটু নেড়েচেড়ে উপরে লেবুর রস দিয়ে দিতে হবে।

কিছুক্ষন রান্না করে মাখামাখা হয়ে এলে নামিয়ে নিন।

এবার একটা সুন্দর সার্ভিং ডিশে ঢেলে ইচ্ছেমতো সাজিয়ে পরিবেশন করুন গরম গরম লেবু ইলিশ।

9
$ 0.12
$ 0.12 from @TheRandomRewarder
Sponsors of EYERISH687
empty
empty
empty

Comments

আহা ইলিশ...😍😘 খাইতে ইচ্ছা করতেছে। এই মহামারী শেষ হইলে আবারো বেরিয়ে যাবো

$ 0.00
4 years ago

ইলিশ মোটামুটি সবাই অনেক পছন্দ করে। ছোট ছোট বাচ্চারাও ইলিশ মাছ খুব পছন্দ করে৷ ইলিশ মাছের টেস্টই আলাদা।

$ 0.00
4 years ago

রেসিপি দেখে মুখে জল এসে গেছে কিন্তু আমি খেতে পারবোনা আমার এলার্জি আছে😢

$ 0.00
4 years ago

আহারে। শুনে খারাপ লাগলো। যাদের এলার্জি প্রবলেম আছে, তারা অনেক মজার খাবার খেতে পারেনা ইচ্ছা থাকা স্বত্তেও।

$ 0.00
4 years ago

Hm appi

$ 0.00
4 years ago

বাসমতি চাউল সাথে ইলিশ হলে আর কথা নাই।ইলিশ দিয়ে অনেক রেসিপি খাওয়া হইছে। তার মাঝে সরষে ইলিশয় খুব ভালো লাগে

$ 0.00
4 years ago

হুম। ইলিশ মাছ আমার প্রিয় মাছ। ইলিশ মাছের সবরকম রান্নাই আমার অনেক ভালো লাগে। সরষে ইলিশ আমার অনেক ভালো লাগে।

$ 0.00
4 years ago

i love this resipe. i like this fish.most time i eating fish.i will try at my home you yhummy testy resipe

$ 0.00
4 years ago

Thank you very much brother for reading my article attentively and likes my receipe. Must try this receipe at home.

$ 0.00
4 years ago