দুঃখের মতো এতো বড় পরশপাথর আর নেই।

29 53
Avatar for EYERISH687
3 years ago

পরশপাথরের ছোঁয়ায় লোহাও সোনা হয়ে যায়। ঠিক তেমনিভাবে মানবজীবনে কোনো কোনো দুঃখময় ঘটনা ক্ষুদ্র মানুষকে মহৎ মানুষে রূপান্তরিত করে। এটা চিরন্তন সত্যি কথা। এটাই বাস্তব।

সুখ আর দুঃখ এই দুটোই আমাদের জীবনের গুরুত্বপূর্ণ অংশ। সুখ-দুঃখ আকে অপরের পরিপূরক। এদের একটিকে ছাড়া অন্যটিকে কল্পনা করা যায়না।

প্রকৃতপক্ষে, সুখ-দুঃখ একই কয়েনের দুটি অংশ। একই কয়েনের এপাশ-ওপাশ। সুখ ছাড়া যেমন দুঃখা কল্পনা করা যায়না ঠিক তেমনি দুঃখা ছাড়া আবার সুখ কল্পনা করা যায়না।

জীবনে যেমন সুখ আছে ঠিক তেমনিভাবে দুঃখ ও আছে। এর কোনোটিকেই কোনোভাবে বাদ দেওয়া সম্ভব নয়।

জীবনে চলার পথে আঘাত পেতে পেতে মানুষের ভেতরের মনুষ্যত্ববোধ জাগ্রত হয়। বেদনা পেতে পেতেই মানুষ খাটি মানুষে পরিণত হয়৷

জীবণে কষ্ট না পেলে, আঘাত না পেলে মানুষ কখনোই জীবনের যথার্থ স্বরূপ উপলব্ধি করতে পারতো না। দুঃখ-কষ্ট, বেদনা, আঘাত এর জলেই মানুষের সকল গ্লানি, পাপ সব ধুয়ে মুছে যায় আর জন্ম নেয় পবিত্রতা। আর সেই পবিত্রতাই একজন মানুষকে মহৎ মানুষে, সৎ মানুষে রূপান্তরিত করে।

পরশপাথর যেমন লোহাকে সোনা করে দিতে পারে ঠিক তেমনি ভাবে দুঃখ-কষ্ট একজন মানুষকে সাধারণ মানুষ থেকে অসাধারণ মানুষে পরিণত করতে পারে। এজন্যই মনীষীগণ দুঃখ-কষ্ট, বেদনাকে পরশপাথরের সাথে তুলনা করেছেন।

আমরা জীবনে চলার পথে কষ্ট বা বেদনা পেলে হতাশ হয়ে পড়ি, ভেঙে পড়ি। মনে করি হয়তো সবকিছু শেষ হয়ে গেলো, আর কিছু ঠিক হওয়ার নয়৷ কিন্তু না এটা মোটেও ঠিক না। এটা আমাদের অনেক বড় একটা ভুল ধারনা। এই ধরনের চিন্তা ভাবনার ফলে আমরা অনেক সময় অনেক ভুল সিদ্ধান্ত গ্রহণ করে থাকি।

আমাদের সকলেরই এটা মনে রাখা উচিত যে দুঃখ-কষ্ট মানবজীবনের অনিবার্য ফসল৷ দুঃখ-কষ্ট আমাদেরকে জীবনে অনেক কিছু শেখায়। আমাদেরকে অতি সাধারন ও ক্ষুদ্র মানুষ থেকে অসাধারণ মানুষে পরিণত করে। এটা পরশপাথরের মতো আমাদের জীবনকে পুরো বদলে দেয়।

Sponsors of EYERISH687
empty
empty
empty

10
$ 0.10
$ 0.10 from @TheRandomRewarder
Sponsors of EYERISH687
empty
empty
empty
Avatar for EYERISH687
3 years ago

Comments

Smile😊

$ 0.00
3 years ago

😀😀😀😀

$ 0.00
3 years ago

দুঃখের মতো পরশপাথরের সংস্পর্শে এলেই মানুষের চরিত্র সুগঠিত হয়।

$ 0.00
3 years ago

হুম একদম তাই। কষ্ট না পেলে মানুষ জীবনের যথার্থ মর্ম উপলব্ধি করতে পারেনা। দুঃখ-কষ্ট আমাদেরকে অনেক কিছু শেখায়।

$ 0.00
3 years ago

হ্যা, অবশ্যই।

$ 0.00
3 years ago

হুম।

$ 0.00
3 years ago

ঠিক বলেছেন আপনি মানুষের জীবনেে দুঃখ না আসলে মানুষ সুখের মর্ম বুঝতে পারে না । মানুষ ভুলে যায় দুঃখ নামক জিনিসটা যাওয়ার পরই সুখের দেখা মিলে।

$ 0.00
3 years ago

হুম সেটাই। সুখ-দুঃখ একে অপরের পরিপূরক। এদের একটিকে ছাড়া অন্যটিকে কল্পনা করা যায়না। এ দুটোকে নিয়েই আমাদের জীবন অতিবাহিত হয়৷

$ 0.00
3 years ago

হ্যা আলো যেমন অন্ধকার ছাড়া মূল্যহীন।তেমনটিই।

$ 0.00
3 years ago

Hum 100% thik kotha bolechen apni vaiya. Alo jemon ondhokar chara mullohin thik temni kore dukkho chara sukh mullohin. Thanks for reading my article. Keep it up.

$ 0.00
3 years ago

welcome apu

$ 0.00
3 years ago

সুখ দুঃখ একই মুদ্রার এপিট ওপিট। একটা ছাড়া আরেকটা অচল। দুঃখের পরেই সুখ আসে। ধৈর্য ধরতে জানতে হবে।

$ 0.00
3 years ago

হ্যাঁ, সেটাই আসল কথা। সুখ-দুঃখ একে অপরের পপরিপূরক। এদের একটিকে ছাড়া অন্যটি অচল। দুনিয়াতে দুঃখ যেমন আছে ঠিক তেমনিভাবে সুখও আছে। এটা আমাদের সকলের মনে রাখা উচিত।

$ 0.00
3 years ago

সেজন্য দুঃখে আত্মহননের পথ বেচে নেওয়া উচিত নয়। ধৈর্যের সাথে কাজ করা উচিত।

$ 0.00
3 years ago

হুম ঠিক তাই। জিবনে চলার পথে আঘাত, কষ্ট এসব আসতেই পারে। তাই বলে ভেঙে পড়লে চলবে না। সামনে এগিয়ে যেতে হবে।

$ 0.00
3 years ago

ধৈর্য ধরতে হবে। জীবনটা সৃষ্টিকর্তার দেওয়া। আমাদের আত্মহননের অধিকার নেই। সেটা মাথায় রাখতে হবে।

$ 0.00
3 years ago

জি ভাইয়া সেটাই। জিবনে যতো বড় ঝড়ই আসুক না কেনো আমাদেরকে ধৈর্য্য ধরে থাকতে হবে।

$ 0.00
3 years ago

হুম।

$ 0.00
3 years ago

😀😀😀

$ 0.00
3 years ago

Nice post. Donnobad writer ke. Amon sundhor post amader maje share korar jonno. Amon sundhor post korar jonno onurod korlam. Netx post ER opekhay roilam. Asakori amon sundhor post Porte parbo.

$ 0.00
3 years ago

আপনি সত্যি বলেছেন। জীবনে দুঃখ না পেলে সুখের সন্ধান পাওয়া যায় না। আপনারা আর্টিকেলটি অনেক কিছু বোঝায় এবং শেখায়। ধন্যবাদ এমন একটি সাহায্যমূলক আর্টিকেল আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার আর্টিকেল পড়তে আমার খুবই ভাললাগে।

$ 0.00
3 years ago

হুম ভাইয়া। আমাদের জিবনে যদি দুঃখ না থাকতো তাহলে আমরা সুখের মর্ম কখনোই বুঝতে পারতাম না। মানুষের জিবনে দুঃখ আছে বলেই মানুষ সুখকে এতোটা প্রাধান্য দেয়।

$ 0.00
3 years ago

হ্যাঁ আপনি ঠিকই বলেছেন।

$ 0.00
3 years ago

হুম আমি জানি সেটা।

$ 0.00
3 years ago