বৃষ্টির সময়

2 19
Avatar for Delowar.-123
3 years ago

বৃষ্টির মৌসুম মানেই সাজপোশাক আর ব্যবহৃত অনুষঙ্গের নানা বাছবিচার। এ সময় যতই বৃষ্টি হোক না কেন আপনার চাওয়া থাকে, চলাফেরা হোক নির্বিঘ্নে।

আর সে জন্যই কোন পোশাকটি পরবেন, কেমন করে সাজবেন, আপনার পায়ের জুতা, ব্যবহৃত অনুষঙ্গ এমনকি বৃষ্টির ঝাপটা থেকে বাঁচতে হাতে থাকা ছাতাটাই বা কেমন হবে তা নিয়ে ভাবতে হয় বিস্তর। বৃষ্টির মৌসুমে স্বাচ্ছন্দ্যময় চলা নিশ্চিত করতে বিস্তারিত জানাচ্ছেন- তানিয়া তুষ্টি

 

বৃষ্টির মৌসুম এলেই পোশাক নিয়ে বিড়ম্বনায় পড়তে হয়। আকাশের মন খারাপের এ দিনগুলোতে ভাবতে হয় সবাইকে।

সত্যিই তো! দিনভর টুপটাপ বৃষ্টির এ মেঘলা দিনে ভারি কাপড়-চোপড়ের ওপর ভরসা করাটা মোটেও বুদ্ধিমানের কাজ নয়। তারপরও রং-বেরঙের পোশাক কিন্তু মন ভালো করে দিতে পারে। তেমনি আবার আভিজাত্যের সঙ্গে প্রকাশ করে ফ্যাশন বৈচিত্র্য।

 

শাড়ির ক্ষেত্রে সাবেকি কিংবা আধুনিক যাই হোক না কেন, বর্ষার ট্রেন্ড বুঝে পরা উচিত। রংবাহারি শাড়ি বর্ষায় মন ভালো করে দিতে পারে সহজেই। এ জন্য রংটাকে প্রাধ্যন্য দেওয়া উচিত।

যেমন, মেজেন্টা, বেগুনি, গাঢ় সবুজ বা কলাপাতা সবুজ, নীল, লাল, হলুদ রংগুলো দারুণ লাগবে। অন্যান্য রঙের ক্ষেত্রে বেছে নিতে পারেন ব্রাউন, নেভি ব্লু, রেড, মেরুন, অলিভ।

1
$ 0.00

Comments

Good

$ 0.00
3 years ago