এডিস মশা

2 8

ঢাকা শহরের সবচেয়ে ঘনবসতি পূর্ণ এলাকাগুলোর অন্যতম মালিবাগ মগবাজার এলাকা। নানা কারণে এই এলাকার মানুষের মধ্যে সাম্প্রতিক কালে ডেঙ্গু জ্বরের সংক্রমণ বেশি। ইদানিং প্রায় প্রতিটি ঘরে ডেঙ্গু জ্বরের প্রাদুর্ভাব দেখা যাচ্ছে। কিন্তু জ্বরের মূল কারণ যে এবিসি মশা তা নিধনের কোন উদ্যোগ ই পরিলক্ষিত হচ্ছে না। ফলে এলাকার লাখ লাখ মানুষ মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির মধ্যে আছে।

আমরা সবাই জানি ডেঙ্গু জ্বর হয় এডিস মশার কারণে। আর এই মশার বসবাস ও বংশবিস্তার এর স্থান আবদ্ধ পানি। বিশেষ করে স্বচ্ছ পানির আঁধারে ডিম পাড়ে এরা। আর আমরা যে এলাকায় বসবাস করি সেখানে এই মশা বংশ বিস্তারের জন্য প্রচুর উৎস রয়েছে। হাতিরঝিল প্রকল্প শহরের সৌন্দর্য বর্ধন করার সাথে সাথে মসক উৎপাদন এও ভূমিকা রয়েছে।

শুকনো মৌসুমী হাতিরঝিলের মজানো দুর্গন্ধময় পানি মানুষের জন্য বিড়ম্বনার কারণ। বেগুনবাড়ি ,তেজগাঁও, নয়াটোলা, মধুবাগ, রামপুরার বিশাল এলাকায় এখন মশার যন্ত্রণায় চরমে পৌঁছেছে।

রেলপথের উপর ডাবের খোসাসহ পানি আটকে থাকার মত প্রচুর মসক উৎস ছড়িয়ে ছিটিয়েয়ে রয়েছে। যা পরিচ্ছন্ন কর্মীরা কোনদিন সরাই না। রেলওয়ে বস্তি পুরোটাই পচা পানির জলাশয় এর উপর তৈরি। এখানে অবলীলায় মশার উৎপাদন হচ্ছে। মশকের এই বিস্তার সহায়ক পরিবেশ ই মূলত ডেঙ্গু রোগ ছড়াচ্ছে। গণস্বাস্থ্য সুরক্ষার জন্য মশক নিধন শুধু নয় মশা উৎপাদনের উৎসগুলো সম্পূর্ণরূপে নির্মূল করা জরুরী।

3
$ 0.00
Sponsors of Aysha-Aysha
empty
empty
empty

Comments

এখন আমাদের এই বিষয়টা মাথায় রাখা খুব দরকারি। ধন্যবাদ এরকম দরকারি পোস্ট করার জন্য।

$ 0.00
3 years ago

ঠিক বলেছেন।

$ 0.00
3 years ago